E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারাদেশের নদ-নদীতে ৮ মাস জাটকা ধরা বন্ধ

২০১৭ নভেম্বর ০১ ১৮:১৮:২৭
সারাদেশের নদ-নদীতে ৮ মাস জাটকা ধরা বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি : জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ১ নভেম্বর থেকে দেশের সব নদ-নদীতে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আগামী আট মাস এ নির্দেশনা বলবৎ থাকবে।

পটুয়াখালী জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, ২০১৪-২০১৫ অর্থ বছরে জেলায় ইলিশের উৎপাদন ছিল ২৮ হাজার মেট্রিক টন, ২০১৫-২০১৬ সালে ৩২ হাজার ৭৫০ মেট্রিক টন এবং বর্তমান বছরে এর পরিমাণ আরও বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার মেট্রিকট নে। তবে বাস্তবে এ জেলায় ইলিশের উৎপাদন আরও অনেক বেশি।

গত বছর পটুয়াখালী জেলায় বিভিন্ন প্রজাতির মাছের মোট উৎপাদন ছিল ৮ লাখ আঠারো হাজার ১৮ মেট্রিক টন। ওই বছরে জেলার চাহিদা মিটিয়েও ৩৪ হাজার ১০০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ছিল।

এ ছাড়া পটুয়াখালী জেলার নদী ও সাগর মোহনার মোট আয়তন ৩ লাখ ৩৯ হাজার ৭৬০ হেক্টর। এ বিশাল এলকায় মাছ শিকার করে জিবীকা নির্বাহ করে এমন নিবন্ধিত জেলের সংখ্যা ৬৭ হাজার ৫১২ জন। এসব জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ভিজিএফের ব্যবস্থা করা হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ক্রমশ বাড়ছে ইলিশের উৎপাদন।

কলাপাড়ার লোন্দা গ্রামের জেলে মনছুর প্যাদা জানান, এ সময় পরিবার পরিজনের মুখে আহার তুলে দিতে মহাজনের কাছ থেকে দাদন নেয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের।

অন্যাদকে রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামের জেলে আলম মিয়া বলেন, এ সময় সরকার আমাদের জন্য ৪০ কেজি করে ৪ মাসের জন্য যে চাল বরাদ্দ দেয় তাও আমাদের ভাগ্যে জোটেনা। এ সময় ইউপি সদস্যের নির্দেশে গরিব-অসহায় জেলেদের কাছ থেকে ভিজিএফ তালিকায় নাম দিতেও টাকা নেয়া হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্তকর্তা ড. আবুল হাছানাত জানান, নিষেধাজ্ঞার এ সময়ে যাতে নদ-নদীতে জেলেরা জাটকা নিধন করতে না পারে সে জন্য মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ, র্যাব কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হবে।

নিশেধাজ্ঞার এ সময়ে জাটকা ধরা বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়বে তেমনি অন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এর ফলে দেশের অর্থনীতিতে ইলিশের গুরুত্ব যেমন বৃদ্ধি পাবে, তেমনি উপকূলীয় জেলেদের জীবন ও জীবিকায় ও ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মনে করেন মৎস্য বিজ্ঞানীরা। তবে নিশেধাজ্ঞার এ সময়ে সরকারি সহযোগিতা চাইছেন সাধারণ জেলেরা।

(এসডি/এসপি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test