E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদকের নামে নাশকতার মামলার অভিযোগ

২০১৭ নভেম্বর ০৩ ১৫:৪২:১৯
সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদকের নামে নাশকতার মামলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি : এক মাদ্রাসা সুপারকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে  পুলিশের চার কর্মকর্তার নামে দায়েরকৃত হত্যা মামলার বাদির বাড়িতে হামলার ঘটনা সাংবাদিকদের কাছে তথ্য দেওয়ার অভিযোগে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবীরের নামে নাশকতার মামলা দেয়া হয়েছে।

এমনকি পরিষদে সভার নাম করে ডেকে এনে কয়েকজন মুক্তিযোদ্ধার সাক্ষর নিয়ে মহসিন কবীরকে যুদ্ধাপরাধী খালেক মণ্ডলের পক্ষে কাজ করা, জামায়াতের চাঁদা আদায়কারি ও মানব পাচারকারি হিসেবে বিভিন্ন দপ্তরে অভিযোগ করিয়েছেন সাতক্ষীরার বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে। বৃহষ্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক, জাতীয় নিাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন মহসিন কবীর।

কাথণ্ডা গ্রামের মহসিন কবীর জানান, তার গ্রামের মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে পুলিশ হত্যা করেছে এমন অভিযোগে মৃতের ভাই বজলুর রহমান সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান, উপপরিদর্শক পাইক দেলোয়ার, সহকারি উপপরিদর্শক সুমনসহ চার পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাতনামা দু’ পুলিশ সিপাহীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার একদিন পর বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে ও আগরদাাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালী ও তাদের লোকজন শহরের লাবনী মোড়ে পুলিশের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেন ।

মামলা তুলে নেওয়ার জন্য ওই দিন গভীর রাতে নিহত সাঈদুর রহমান ও পরে বজলুর রহমানের বাড়িতে পুলিশ ও অসলে চেয়ারম্যানের ভাড়াটিয়া সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে বজলুর রহমানের বেহাই এর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর তার ছেলের শ্যালককে ধরে নিয়ে যায়। এসব ঘটনায় সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছেন এমন অভিযোগে ২ অক্টোবর বৈকারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা ইমান আলী গাইন ওরফে পুটেসহ কয়েকজনকে আলোচনা সভার নামে ইউনিয়ন পরিষদে ডাকিয়ে এনে কয়েকটি লিখিত কাগজে সাক্ষর করিয়ে নিয়েছেন। তাতে তার (মহসীন কবীর) বিরুদ্ধে যুদ্ধাপরাধী খালেক মণ্ডলকে বাঁচানোর চেষ্টা, মানব পাচারকারি ও জামায়াতের চাঁদা আদায়কারি হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজিএফইসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেখানো হয়েছে। গত ১২ অক্টোবর বিজিবি’র এফএস ছগির আহম্মেদের তলব পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

পরবর্তীতে তিনি অভিযোগপত্রে সাক্ষরকারি মুক্তিযোদ্ধাদের কাছে জানতে চাইলে তারা অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না, চেয়ারম্যান সাহেব সভার নামে পরিষদে ডাকিয়ে নিয়ে তাদের কাছ থেকে কয়েকটি লিখিত কাগজে সাক্ষর করিয়ে নিয়েছেন বলে জানান। পরবর্তীতে বজলুর রহমানের ছেলের শ্যালককে দু’ দিনপর ১২ অক্টোবর সকালে কদমতলা তিন রাস্তার মোড়ে জামায়াতের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দেখানো হয়। সদর থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের দায়েরকৃত ওই মামলায় তাকে(মহসিন) ২৭ নং পলাতক আসামী দেখানো হয়েছে মর্মে মামলা থেকে জানতে পারেন। বর্তমানে জামায়াত শিবিরের পৃষ্টপোষক অসলে চেয়ারম্যান পরিকল্পিতভাবে তার নাম ওই মামলায় অন্তর্ভুক্ত করেছেন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বৈকারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুস সামাদ জানান, তাকে সাতক্ষীরা থেকে ডাকিয়ে এনে চেয়ারম্যান সাহেব কয়েকটি কম্পিউটর কম্পোজকৃত কাগজে সাক্ষর করিয়ে নেন। ভিতরে কি লেখা ছিল তা তিনি জানেন না। তাকে সভার নামে বাড়ি থেকে ডাকিয়ে এনে কয়েকটি লিখিত কাগজে চেয়ারম্যান সাহেব সাক্ষর করিয়ে নেন বলে জানান মুক্তিযোদ্ধা মোকছেদ আলী।

মুক্তিযোদ্ধা জয়নাল বিশ্বাস, আব্দুর রাজ্জাক, গোপাল সরকার ও আব্দুল গফুর জানান, মহসিন কবীরকে অন্যায়ভাবে নাশকতার মামলায় ফাঁসানো হয়েছে। তাছাড়া কয়েকজন মুক্তিযোদ্ধাকে দিয়ে পরিকল্পিতভাবে মহসিন কবীরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করিয়ে হয়রানি করা হচ্ছে।

বিজিবি’র গোয়েন্দা সদস্য (এফএস) ছগির আহম্মদ জানান, কয়েকজন মুক্তিযোদ্ধার অভিযোগ পেয়ে তিনি মহসিন কবীরের বিরুদ্ধে তদন্তে নামেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।

জানতে চাইলে বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে জানান, জামায়াত অধ্যুষিত তার এলাকায় বর্তমানে নব্য আওয়ামী লীগারের ছড়াছড়ি। মহসিন কবীরের মত অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামী লীগের স্বীকৃত নয় এমন অীনেক সংগঠণে যোগ দিয়েছেন। তা ছাড়া থানায় মামলা হয়েছে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর। এতে তার কোন সম্পৃক্ততা নেই। মহসীনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারে দিয়ে বিভিন্ন দপ্তরে যে অবিযোগ করনোর কথা বলা হয়েছে তা সঠিক নয়।

(আরকে/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test