E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে লোকনাথ মন্দিরে বাৎসরিক প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

২০১৭ নভেম্বর ০৫ ১৬:৪৯:০৮
ধামরাইয়ে লোকনাথ মন্দিরে বাৎসরিক প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় ধামরাই কায়েত পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দেশ,জাতি ও নিজের মঙ্গল এবং মনোবাসনা পূর্ণ করতে কার্তিক ব্রত রাখের উপবাস পালনে বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে অংশ নিয়েছে ধামরাই ও তার আশ-পাশের উপবাসি হাজারো নারী ও পুরুষ। এদের মধ্যে ৯৫ ভাগই অংশ গ্রহন করেছে নারী।

প্রতি বছর বাংলা কার্তিক মাসের তৃতীয় সপ্তাহের শনিবার অত্যন্ত আর্কষনীয় এই উৎসব পালন করে হিন্দু সমপ্রদায়ের সাধক পূরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত বৃন্দরা।

এই প্রদীপ প্রজ্জ্বলন উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর মেয়র গোলাম কবীর। এই উৎসব দেখে তিনি আভিভুত। তিনি বলেন আপনাদের যত টুকু সহযোগিতা করা যায় তা তিনি করবেন। প্রদীপ প্রজ্জ্বলন কালে তিনি আরো বলেন আপনারা সরকারের জন্য দোয়া করবেন। এসরকার দেশে ও জনগনের উন্নয়নে অঙ্গিকারাবদ্ধ। দেশ এগিয়ে চলেছে ,সকল ধর্মের মানুষের জান মালের নিরাপত্তা দিচ্ছে সরকার। আপনাদের ধর্ম যথাযথ ভাবে আপনারা পালন করনে।

এই আলোচনা সবার সভাপতি ও মন্দির কমিটির অন্যতম কর্মকর্তা উৎসবের বিস্তারিত তুলে ধরেন ও সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শিক্ষক নন্দ গোপাল সেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন কালে আরো উপস্থিত ছিলেন,ধামরাই বাবা লোকনাথ মন্দির কমিটির সভাপতি মুকুল দাস,সাধারণ সম্পাদক স্বপন পাল (র‌্যাংস),ধামরাই মহা শশ্মান কমিটির সভাপতি সমাজ সেবক প্রাণ গোপল পাল,পরিতোষ পাল (হনু),স্বর্ণ কমল ধর, প্রদীপ পাল প্রমুখ।

আগত ভক্ত বৃন্দরা সারা দিন নির্জলা উপবাস থেকে তাদের ব্রত পালনে পরিচ্ছন্ন বস্ত্র পড়ে বিকেল চারটা থেকে মাধব মন্দির সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গন ও সামনের দীর্ঘ পথ ও মাঠ জুড়ে সাড়িবদ্ধ ভাবে নিরবে মনোবাসনা পূর্নলাভে মেয়েরা প্রার্থনায় বসে। সামনে উপবিষ্ট রাখা হয় মোমবাতি ও ঘি, তৈল প্রদীপ, ফল বতাসা মিষ্টি নিয়ে রাত আটটা পর্যন্ত এই ব্রত পালন করার মানসে।

লোকনাথ ব্রহ্মচারী বাবার খরম ভক্তদের দুুধ দিয়ে ধৈত করন শেষে সন্ধ্যায়“মঙ্গল দ্বীপ জ্বেলে দাও” গানের সুরের মূর্ছনায় প্রদীপ প্রজ্জ্বলন করে এক সাথে।অভ’ত পূর্ব এই প্রার্থনা দৃশ্য ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই পৌর মেয়র গোলাম কবীর।

এ সময় মহিলাদের উলু ধ্বনিতে মূখরিত হয়ে উঠে প্রার্থনাস্থল। হঠাৎ করে বিদ্যুৎ বাতী নিভিয়ে মোমের আলোয় এক নির্মল ও অভূতপূর্ব এক পরিবেশের সৃষ্টি করে। এর পর শুরু হয় মনোবাসনা পূর্ণলাভে প্রার্থনা কর্ম। যে পর্যন্ত ঘিয়ের প্রদীপ ও মোমাতি জ্বলবে সে পর্যন্ত কেউ কথা বলবেনা। এ নিয়ম শেষে মন্দির থেকে প্রদানকৃত প্রসাদ রাত আটটার দিকে গ্রহনের পর উপবাস ভঙ্গ করে প্রার্থনারত ভক্তরা সবাই গৃহে ফিরেন।
ধামরা থানার পুলিশ সদস্যরা আইন শৃংখলা নিয়তন্ত্রে সার্বক্ষনিক নজরদারী করেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test