E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে জাটকাসহ ব্যবসায়ী আটক

২০১৭ নভেম্বর ০৫ ২০:০৯:০৯
মাদারীপুরে জাটকাসহ ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসষ্ট্যান্ড থেকে রবিবার ঔষুধ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান ভর্তি ৭ মে.টন জাটকা ইলিশসহ বাবুল মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে, পটুয়াখালী থেকে ‘জরুরী ঔষুধ সরবরাহের কাজে নিয়োজিত’ লিখে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ জাটকা ইলিশ মাছ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. রাকিবুজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল রবিবার সদর উপজেলার মস্তফাপুর বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় ঔষুধ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান ভর্তি ৭ হাজার কেজি (৭ মে.টন) জাটকা ইলিশসহ বাবুল মিয়া (৪৭) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে দুপুরে মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আসামীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
উদ্ধার করা জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরণ করা হয়।



(এএসএ/এসপি/নভেম্বর ০৫, ২০১৭)



পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test