E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় দুই হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন

২০১৪ জুলাই ০২ ০১:০৩:৩৩
বগুড়ায় দুই হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি : দুই দিন ধরে বগুড়ায় প্রায় দুই হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সোমবার রাতে শহরের কাঁঠালতলা এলাকায় ভূ-গর্ভস্থ কেবল চুরি হওয়ায় এমন বিপত্তি ঘটেছে বলে জানান বিটিআরসি রাজশাহী বিভাগীয় জোনের প্রকৌশলী (ফোন) তাজুল ইসলাম।

এ ঘটনায় বগুড়া থানায় একটি ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

বগুড়া বিটিআরসি সূত্রে জানা গেছে, ভূ-গর্ভস্থ কেবল চুরি হওয়ায় বগুড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকা নিউমার্কেট, কাটনারপাড়া, মহিলা কলেজ, বৃন্দবনপাড়া, বড়গোলা, বাদুরতলা, ঝাউতলা ও কালিতলা এলাকার সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বড়গোলা এলাকার গ্রাহক চপল সাহা বলেন, কবে নাগাদ পুনরায় সংযোগটি পাবো কর্তৃপক্ষ বলতে পারছে না। এতে করে ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী (ফোন) সুরেন্দ্র রায় কেবল চুরি হওয়ার ঘটনা স্বীকার করে বলেন, কবে সবগুলো টেলিফোন পুনঃসংযোগের কাজ শেষ হবে তা বলা সম্ভব নয়। তবে কাজ চলছে।

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test