E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় পোশাক কর্মকর্তা-শ্রমিক সংঘর্ষ : আহত ৫

২০১৭ নভেম্বর ০৭ ১৫:৩৬:০৯
আশুলিয়ায় পোশাক কর্মকর্তা-শ্রমিক সংঘর্ষ : আহত ৫

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানায় উৎপাদন কম হওয়ায় আই ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সাথে পিএম এর বাগ-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পিএমকে মারধর করলে শ্রমিকরা তার পক্ষ অবলম্বন করে আইটি ডিপার্টমেন্ট লোকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

দেলোয়ার হোসেন নামে এক সুপারভাইজার গুরুতর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় কারখানাটির শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে বেড়িয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শ্রমিকরা জানান, কারখানাটির ৫ম তলার সুইং সেকশনের উৎপাদন কর্মকর্তা সিরাজুল ইসলামকে কারখানার আই ডিপার্টমেন্টের কয়েকজন কর্মকর্তা উৎপাদন কম হওয়ার ব্যাপারে গালি-গালাজ করে। পিএম সিরাজুল তাদের সাথে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং গালি-গালাজের প্রতিবাদ জানায়। ঘটনায় আই ডিপার্টমেন্টের মিতুলসহ ম্যানেজমেন্টের কয়েকজন মিলে পিএমকে মারধর করে। এ খবর শ্রমিকরা জানতে পারলে শ্রমিকরা আই ডিপার্টমেন্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মারধরের বিষয়টির জন্য উৎপাদন বন্ধ রেখে প্রতিবাদ জানায়।

এক পর্যায়ে আই ডিপার্টমেন্ট এর লোকজন শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে গালি-গালাজ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মিতুলসহ কয়েকজনকে মারধর করে। এসময় একটি কাঁচ ভেঙ্গে সুপারভাইজার দেলোয়ারের হাতে ঢুকে গেলে কনুইয়ের ওপরে মাংস ছিড়ে বের হয়ে আসে। তার গুরুতর জখমের খবর জেনে ও দেখে শ্রমিকরা কারখানার উৎপাদন বন্ধ রেখে রাস্তায় বেরিয়ে এসে বাসায় চলে যায়। পরে সহকর্মীরা দেলোয়ারকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেছে। পিএম সিরাজুল ও আই ডিপার্টমেন্টের মিতুলসহ আরো একজনকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনায় উৎপাদন পক্ষের শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ উভয় পক্ষকে শান্ত রাখতে সহায়তা করেছে। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

তবে শ্রমিকরা জানায়, মঙ্গলবার এ ঘটনায় অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে কারখানার কর্মবান্ধব পরিবেশ বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

জানতে চাইলে শিল্প পুলিশ সূত্র জানায়, কারখানাটিতে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের এ মতবিরোধের ঘটনায় অনাকাঙ্খিত যাতে কোন ঘটনা ঘটতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

(টি/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test