E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে জেডিসি পরীক্ষা গ্রহণে অনিয়মের অভিযোগ

২০১৭ নভেম্বর ০৭ ১৮:১২:৩৩
রাণীনগরে জেডিসি পরীক্ষা গ্রহণে অনিয়মের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষার বিধান না মেনে ছোট্ট বেঞ্চে একে-অপরের সঙ্গে লাগালাগিভাবে বসে জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে আল-আমিন দাখিল মাদ্রাসার ২২জন পরীক্ষার্থী। প্রতিটি কেন্দ্রের পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করা হচ্ছে কিছু না কিছু নকল।

জানা গেছে, রাণীনগরে চলতি জেএসসি-জেডিসি পরীক্ষায় দুই নিয়মে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কেউ বেশি সুবিধা পাচ্ছে, আবার কেউ রয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে। পরীক্ষার বিধান অনুসারে পরীক্ষার সময় প্রতিটি শিক্ষার্থীর মাঝে নির্দিষ্ট দুরত্ব বজায় রাখা বাধ্যতামুলক। কিন্তু উপজেলার শুধুমাত্র আল-আমিন দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদেরকে কলেজ পর্যায়ের ছোট বেঞ্চের দু’মাথায় চাপাচাপি করে বসানো হয়েছে।

ওই মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে রাণীনগর অনার্স মহিলা কলেজের সাব কেন্দ্রে। অথচ একই কলেজের অন্যান্য কক্ষের পরীক্ষার্থীরা বড় বড় বেঞ্চে বসে পরীক্ষায় অংশ গ্রহণ করছে। শুধুমাত্র ব্যতিক্রম পরীক্ষা দিচ্ছে আল-আমি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে করে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপরদিকে পরীক্ষার সময় আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নেয়া পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করারও অভিযোগ উঠেছে। কেন্দ্র টিকে রাখা এবং বোর্ডকে পাশের হার বেশি দেখানোর জন্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধার বিনিময়ে নকল সরবরাহ করা হচ্ছে বলেও শোনা গেছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসা, শের-এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়, রাণীনগর অনার্স মহিলা কলেজ, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও আবাদপুকুর উচ্চ বিদ্যালয় এই মোট ৬টি কেন্দ্রে চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় মোট ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মোট ৩হাজার ১শ’ ৭৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও ইউএনও সোনিয়া বিনতে তাবিব জানান, পরীক্ষার কক্ষ পরিদর্শনের জন্য মাদ্রাসার শিক্ষকদের প্রতিষ্ঠান পরির্বতন করার কাজে আমাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আমি কিছু কিছু বিষয় জানি। আমি এই সব অনিয়মের বিষয়ে তদন্ত সাপে ব্যবস্থা গ্রহণ করবো।


(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test