E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে ‘শারদ সম্ভার ২০১৭’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন

২০১৭ নভেম্বর ০৮ ১৬:১৩:৩৩
সাভারে ‘শারদ সম্ভার ২০১৭’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টার : সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজ উন্নয়ন কেন্দ্র সংগঠনের উদ্যেগে ‘শারদ সম্ভার-২০১৭’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।

গত ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সাভারের দক্ষিণপাড়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে এ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সমাজ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন, ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের সকল মানুষ তাদের উৎসব গুলো সুন্দরভাবে পালন করতে পারছে। বিএনপি জামায়াত যদি ক্ষমতায় থাকতো তা হলে এদেশের মানুষ সঠিক ভাবে উৎসব পালন করতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উজ্জল নক্ষত্রে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, স্বপ্নগুলো বাস্তবতায় রুপ নিচ্ছে তার প্রমান আমাদের পদ্মা সেতু। বাংলাদেশের আর উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাভার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন বলেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সাভারে শারদীয় দুর্গোৎসবে এ ধরনের প্রকাশনা এটাই প্রথম। তিনি বলেন আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ‘শারদ সম্ভার’ গ্রন্থটি অনেক তথ্যবহুল হয়েছে যা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি আয়োজন। তিনি সংগঠনের এ উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে সংগঠনটির সাথে জড়িত সকলকে সাধুবাদ জানান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমজাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শারদ সম্ভার-২০১৭’ প্রকাশনাকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রকাশনা একটি ভিন্নধর্মী আয়োজন যা কালের সাক্ষী হিসেবে বহন করে এসব তথ্যসমূহ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে।

সাভার পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন যুবসমাজের উদ্যেগে এ ধরনের প্রকাশনার প্রশংসার দাবী রাখে। সমাজের উন্নয়নে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

এ সময় সাভার পঞ্চবটী আশ্রমের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাঞ্চন ঘোষ বলেন, সাভারে ৩৫ বছর আগে বন্দনা নামে একটি স্মরণিকা প্রকাশ হয়েছিল। দীর্ঘদিন পর সাভারে সমাজ উন্নয়ন কেন্দ্র সংগঠনের উদ্যেগে প্রকাশিত ‘শারদ সম্ভার-২০১৭’ স্মরণিকাকে ভিন্নধর্মী ও তথ্য সমৃদ্ধ উল্লেখ করে বলেন এ ধরনের উদ্যেগ সত্যি সমাজকে উপকৃত করবে।

সাভার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস তার বক্তব্যে বলেন, আমাদের ঐতিহ্যবাহী মন্দির সমূহের অনেক তথ্যই এ প্রকাশনায় তুলে ধরা হয়েছে যা দলিল হিসেবে থেকে যাবে পরবর্তী প্রজন্মের কাছে।

দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খাঁন বলেন, এ ধরনের উদ্যেগ সকল স্তরের মানুষের কাছে গ্রহনযোগ্য। তিনি সংগঠনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সকলকে সংগঠনের পাশে থাকার কথা বলেন।

স্বাগত বক্তব্যে সমাজ উন্নয়ন কেন্দ্র (এসইউকে) সংগঠনের পক্ষে সাংবাদিক জিয়াউর রহমান জিয়া বলেন, সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোত ধারায় আনাই আমাদের সংগঠনের উদ্দেশ্য। আমরা আমাদের এ প্রকাশনায় সাভারের প্রাচীণ ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা এবং ঐতিহাসিক স্থানগুলোর আদি পরিচিতি তুলে ধরার চেষ্টা করেছি। পর্যায়ক্রমে সাভারে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীণ ঐতিহ্যবাহী স্থাপনা সমূহ সহ বিষয় ভিত্তিক তথ্য প্রকাশনার মাধ্যমে তুলে ধরবার প্রয়াস থাকবে।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফখরুল আলম সমর আমন্ত্রিত সকল অতিথিদের সাথে নিয়ে ‘শারদ সম্ভার-২০১৭’ স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

সমকালের সাংবাদিক গোবিন্দ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাভার কলেজের সাবেক অধ্যাপক ড. মনোরঞ্জন রাজবংশী, বেসরকারী সংস্থা সাস এর প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মৃদুল চক্রবর্তী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল সাহা, হরির আখড়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সুনীল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট এর সদস্য উত্তম ঘোষ, লিও গাজী হারুন, গাজী টিভির আজিম উদ্দিন,দৈনিক আজকালের খবরের আরিফুর রহমান, পার্থ চক্রবর্তী, ডেইলী ষ্টারের আখলাকুর রহমান আকাশ, সাংবাদিক মতিউর রহমান,সাংবাদিক রওশন,সাংবাদিক এমদাদ,সাংবাদিক টিপুসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রকাশনা কমিটির সুব্রত বণিক, সঞ্জীব সাহা ও প্রদীপ ঘোষাল (তপু) সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(টি/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test