E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় সওজের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৭ নভেম্বর ০৮ ১৬:৪৭:৪৪
মান্দায় সওজের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রশস্থকরনের লক্ষ্যে নওগাঁর মান্দায় সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহন করা সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট ও আশপাশের এলাকা থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের এস্টেট ও আইন বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মুনসুর আহম্মেদ, মান্দার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন, সার্ভেয়ার আব্দুল আজিজ, এস্টেট এ্যান্ড ল ঢাকা জোনের সার্ভেয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে উচ্ছেদ কাজে সহযোগীতা করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকি জানান, নওগাঁ-রাজশাহীর ৭৬ কিলোমিটার সড়ক প্রশস্থকরণের লক্ষ্যে রাস্তার পাশে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(বিএম/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test