E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে : ফখরুল

২০১৭ নভেম্বর ২১ ২০:০৮:৩৩
সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : আজকে আ. লীগ সরকার আমাদের গণতন্ত্রের সব স্থরগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে সরকার । আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বেঁচে থাকার মৌলিক অধিকার গুলোকে কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ মহিলা দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এই মহিলা দলের প্রতিটি ব্যক্তি আমাদের পাশে থেকেছেন। চিরকাল ন্যায়ের পাশে থেকেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সত্য-সুন্দর পথে তারা এগিয়ে এসেছেন। পুরুষদের সাহস জুগিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজকে আমরা একত্রিত হয়ে নতুন সংগ্রামের দিকে এগিয়ে চলছি।

এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু,জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ,সহ-সভাপতি জিবা খান, সিনিয়র যুগ্ন সম্পাদিকা হেলেন জেরিন খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে জেলা জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখা কমিটির ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

এর আগে অতিথিরা জাতীয় সংঙ্গীত ও বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয়বাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

(এফআইআর/এসপি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test