E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যান্সার আক্রান্তের পাশে মতিয়া চৌধুরী

২০১৪ জুলাই ০২ ১৬:৪৯:০২
ক্যান্সার আক্রান্তের পাশে মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি : মানুষ মানুষের জন্য। তাইতো এক অসহায় বিধবার পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।


মমতার হাত বাড়িয়ে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত বিধবা মালা বর্মণের চিকিৎসার জন্য প্রদান করলেন ৫০ হাজার টাকা। কৃষিমন্ত্রীর পক্ষে ২ জুলাই বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের অফিসকক্ষে মালা রানী বর্মণের (৫৫) হাতে এ চেক তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

চেক প্রদানকালে জেলা প্রশাসক বলেন, অনেকেই মনে করেন মন্ত্রী মহোদয় কঠিন মানুষ। কিন্তু আসলে তিনি অতি নরম মনের একজন মানুষ। সংসদ অধিবেশ না চললে হয়তো তিনি নিজেই আসতেন এবং এই অসহায় রোগীর হাতে অনুদানের চেক তুলে দিতেন। চেকপ্রদানের সময় উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের খুজিকুড়া গ্রামের ক্যান্সার আকান্ত বিধবা মালা রানী বর্মন কিছুদিন আগে সহায়তা চেয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নিকট আবেদন করেন। কৃষিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে ক্যান্সার আকান্ত মালা রানী বর্মনের জন্য ৫০ হাজার টাকার এ অনুদানের ব্যবস্থা করেন।


(এইচবি/এটিআর/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test