E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাসড়ক যানজট করে রানীশংকৈলে ইসলামী ব্যাংকের উদ্বোধন

২০১৭ ডিসেম্বর ০৩ ১৬:১১:০৭
মহাসড়ক যানজট করে রানীশংকৈলে ইসলামী ব্যাংকের উদ্বোধন

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গতকাল রবিবার ইসলামী ব্যাংকের ৩২৯ তম শাখার উদ্ধোধন হয়েছে। পৌরশহরের বন্দর হাজি হরমুজ প্লাজার ২তলায় এ ব্যাংক কার্যালয় করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠান উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিদের আমন্ত্রন করা হয়। এ কারনে ব্যাপক মোটর সাইকেল মাইক্রোগাড়ীসহ বিভিন্ন পরিবহনে আসে আমন্ত্রিত অতিথিরা। গাড়ী পাকিং করার নিদিষ্ট কোন স্থান না থাকায়। মহাসড়কের দুই ধারে গাড়ীগুলো পাকিং করে। এতে সড়কে চলাচলকৃত পরিবহনগুলো ব্যাপক যানজটের মধ্যে পড়ে ।

সরজমিনে দেখা যায়, উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হতেই প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল মাইক্রো গাড়ী পাজারু গাড়ী পাকিং করা হয়েছে মহাসড়কের দুইধারে। একটি বড় পরিবহন আরেকটি ছোট পরিবহনকে সাইড দিতে ব্যাপক বেগ পেতে হয়েছে গাড়ী চালককে। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সও শিকার হয় এ পরিহন যানজটের।

এ ছাড়াও রবিবার নেকমরদ হাট থাকায় এমনিতেই পৌরশহরের মধ্যে থাকা মহাসড়কগুলোতে ব্যাপক গাড়ী চলাচল করে। তার উপরে আবার মাহসড়কের দুইধার দখল করে গাড়ী পাকিং করে রাখা হলে পরিবহন চলাচলে কেমন বেগ পেতে হয় প্রশ্ন গাড়ী চালকদের। এভাবে মাহসড়কে যানজট সৃষ্টি করে অনুষ্ঠান করাই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে পরিবহন চালকরা।

এদিকে ব্যাংক উদ্বোধনী সভায় ম্যানেজিং ডিরেক্টর (সিইও) আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আধ্যাপক ইয়াশিন আলী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, সিনিয়র এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ কায়সার আলী। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ্য ব্যাবসায়ী অজিত মন্ডল, মিল মালিক সমিতির সম্পাদক মোস্তাফিজুর রহমান, অটো রাইস মিলের প্রোঃ সাজেমান আলী। ব্যাংকের শ্রেষ্ঠত্ব আলোচক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামসুদ্দোহা। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক সানারুল হক বসুনিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, আ’লীগ সম্পাদক তাজ উদ্দীন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলের নেতা কর্মি, ব্যাবসায়ী ও সুধীমহল।

এ ব্যপারে বক্তব্য নিতে রানীশংকৈল ইসলামী ব্যাক শাখার ব্যবস্থাপক সানারুল হক বসুনিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায় নি।

(কেএএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test