E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ. লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়’

২০১৭ ডিসেম্বর ২২ ১৭:২৬:৩৮
‘আ. লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়’

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখই পটুয়াখালীসহ সারাদেশে উন্নয়নের চিত্র ফুটে উঠছে। উন্নয়নের জোয়ারে আজ বিরোধীদল দিশেহারা হয়ে পড়েছে। 

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে গনোসংযোগ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,প্রধান মন্ত্রীর ভিশন বাস্তবায়নরে লক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আর যারা দলের মধ্যে বিভেদ বা কলহ সৃষ্টি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা কোনদিনও সফল হবে না। এ আসনে যাকে প্রধান মন্ত্রী মনোনিত করবেন তার পক্ষেই কাজ করে যাবো। তাই আসুন দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি না করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যেবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ মির্জাগঞ্জ শাখা আয়োজিত দেউলী বাজারে ইউনিয়ন শ্রমিকলীগ কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খানের সভাপতিত্বে পথ সভায় অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভিকাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিববুর রহমান খান,মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মিন্টু ময়া, মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোঃ আবদুল খালেক মৃধা,দেউলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী খান, এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা(এপিপি),উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আবুল বাসার নাশির, যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার,দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীক সভাপতি মোঃ আনসার মাতুব্বর ও আমড়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ সোহাগ সরদার প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি দক্ষিাঞ্চালের সুফি সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা(র:) মাজার শরীফ জিয়াররত করেন এবং এখানের নামাজ আদায় করেন।


(ইউজি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test