E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ৪১ গীর্জায় বড়দিন উদযাপন

২০১৭ ডিসেম্বর ২৫ ১৫:০৩:৩১
আগৈলঝাড়ায় ৪১ গীর্জায় বড়দিন উদযাপন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শীতের শুভ্র হিমেল বাতাসে শান্তি বরষে; বাংলা মায়ের খ্রীস্ট সন্তানদের হৃদয় মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও ফিরে এসেছে মহামিলনের আনন্দ উৎসব পূন্যময় বড়দিন। যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে এবারও ব্যাপক আয়োজন করা হয়েছে আগৈলঝাড়ায়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভির্য আর পুলিশী কড়া নজরদারীর মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আগৈলঝাড়ায় পালিত হয়েছে। 

জোবারপাড় সেন্ট মেরীস চার্চ প্যারিশ পুরোহিত রেভারেন্ট জন প্রভুদান হীরা জানান, রবিবার রাতে খ্রিস্ট ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে কীর্ত্তন ও ধর্মীয় সংগীত গেয়ে যীশুর আগমনী বার্তা পৌছে দেয় ধরণীতে। সোমবার সকাল আটটায় খ্রিস্টান সম্প্রদায়ের আরাধ্য যীশু খ্রিস্টের ধরণীতে পুণঃআগমনের বার্তা পৌছে দিতে আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে সকল বয়সী নারী-পুরুষ আর ধনি-দরিদ্ররা গীর্জায় জমায়েত হয়।

পারস্পারিক সহযোগীতার মাধ্যমে ধর্মীয় ভাতৃত্ববোধ নিয়ে নিজ নিজ পরিবার এবং দেশ ও জাতির কল্যানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বিশেষ এই দিনে গীর্জায় আগত প্রার্থনাকারীদের বিশেষ খাবার (রুটি ও দ্রাক্ষারস) দিয়ে আপ্যায়ন করা হয়। প্রার্থনা শেষে একে অপরের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন তারা। গীর্জায় প্রার্থনায় ঘটে মিলনমেলা। এভাবে পর্যায়ক্রমে গীর্জাগুলোতে চলে প্রভুর প্রার্থনা।

বড়দিন উপলক্ষে ক্যাথলিক মিশনারীরা তাদের বাড়িতে যিশু খ্রিষ্টের জন্মস্থান হিসেবে গো-শালা (গোয়াল ঘর) নির্মান করেন। রঙ্গিন কাগজ, রঙ্গিন বাতি দিয়ে তাদের বাড়ি, ক্রিসমাস ট্রি সাজিয়ে অতিথিদের কেক, পিঠা, পায়েস, মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। বড়দিন উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

থানার ওসি আ. রাজ্জাক মোল্লা জানান, উপজেলার ৪১টি গীর্জায় ১০হাজার ৪০টি খ্রিস্টান পরিবারের ৪১২২জন সদস্য সুষ্ঠভাবে বড় দিন উদযাপন করেছে। বড় দিন উপলক্ষে উপজেলার ৪১টি গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি নিজেও রাতে ও দিনে ঘুরে বেরিয়েছেন গীর্জাগুলো। নিরাপত্তার প্রদান করা হয়েছে আগত বিদেশী অতিথীদেরও।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test