E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

২০১৭ ডিসেম্বর ২৫ ১৭:৩১:২৯
সাপাহারে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও পত্নীতলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোটরবাইক চালক উপজেলার রাইপুর গ্রামের আলাউদ্দীনের পুত্র ও পানিতে ডুবে মৃত শিশু পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের ময়নুল হকের পুত্র বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাপাহার বাজার থেকে ভাড়ায় চালিত মোটর বাইক চালক মাসুদ রানা (২৮) মামুনুর রশিদ নামে এক যাত্রীকে তার মোটরবাইকে নিয়ে বাসায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হয়।

রাস্তায় তারা নিশ্চিন্তপুর মোড়ের নিটক পৌঁছিলে মোড়ের বাঁক ঘোরার সময় মোটর বাইক চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং মোটর সাইকেলটি রাস্তার পার্শ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানা নিহত হয়। এসময় যাত্রী মামুনুর রশিদ ছিটকে পড়ে তার একটি হাত ভেঙ্গে যায়। রাতেই আহত মামুনুর রশিদকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে নিহত মাসুদ রানার লোকজন রাতেই তার মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে দাফন করে ফেলে।

অপর দিকে সোমবার সকাল ১০টার দিকে সাপাহার উপজেলা সদর সংলগ্নপত্নীতলাউপজেলার গোবিন্দবাটি গ্রামের ময়নুল হকের দেড় বছর বয়সের শিশু পুত্র রবিউল ইসলাম (১৮মাস) বাড়ির সকলের অজান্তে পুকুরের পাশে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। এর পর শিশুকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে তড়িঘড়ি করে তাকে সাপাহার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test