E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপরিকল্পিত বালু উত্তোলন

আত্রাইয়ে নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি

২০১৭ ডিসেম্বর ২৬ ১৭:৪২:১৩
আত্রাইয়ে নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে এলাকাবাসীর জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের প্রয়োজনীয় রোডম্যাপ, উত্তোলন পদ্ধতি এবং পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা ছাড়াই বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

জানা গেছে, সম্প্রতি সরকারীভাবে আত্রাই নদী খনন প্রকল্প অনুমোদন হয়। সে অনুযায়ী প্রায় দেড় মাস আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আত্রাইয়ে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রায় একমাস পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি উপজেলার ভরতেঁতুলিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পল্লী বিদ্যুতের জায়গা ও পোষ্ট অফিসের মাঠ ভরাট করার জন্য বিআইডব্লিউটিএর ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে।

এদিকে বালু উত্তোলনের প্রথম দিনেই এলাকার রাস্তাঘাট ভাংতে শুরু করে। তারপরও তারা অবাধে বালু উত্তোলন করতে থাকে। এদিকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ওয়ারিশদের জমি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তার এতিম সন্তানদের আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।

ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের বিধবা স্ত্রী আঞ্জুয়ারা বিবি কান্নাজড়িত কন্ঠে জনকন্ঠকে বলেন, আমরা গরিব মানুষ, এতটুকুই আমাদের ফসলী জমি। তাও আবার উনারা (বিআইডব্লিউটিএ) দহ বানিয়ে দিল। এখন আমি কি করে সন্তানদের নিয়ে চলবো।

এ ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার রাসেল বলেন, আমরা জানি এখানে ভরাট দিতে গেলে পানি নিস্কাশনে সমস্যা হবে। তারপরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পল্লী বিদ্যুতের এজিএম সাহেবদের আবদার পুরণ করতে গিয়ে এ ক্ষতিটি হয়েছে।

বিআইডব্লিউটিএর টেকনিক্যাল এ্যাসিস্টেন্ট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশ্বাস দিয়েছি। ক্ষতিগ্রস্থদের জায়গা পুরণ করে দেয়া হবে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ হোসেনের সঙ্গে একাধিকবার তার সরকারী মোবাইলফোনে (০১৭৬৯৪০০৬৩৪) যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা সরকারের প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test