E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বাণিজ্য মেলায় ‘জুয়া’ বন্ধের দাবিতে মানববন্ধন 

২০১৭ ডিসেম্বর ২৭ ১৭:৪৩:৩৬
নওগাঁয় বাণিজ্য মেলায় ‘জুয়া’ বন্ধের দাবিতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ চেম্বার অব কমার্স আয়োজিত শহরের বরুনকান্দিতে ‘শিল্প ও বাণিজ্য মেলায়’ ‘স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে চলমান ‘জুয়া বাণিজ্য’ বন্ধের দাবিতে বুধবার শহরের ব্রিজের মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা ১১টায় আওয়ামীলীগ নওগাঁ পৌর শাখা আয়োজিত এই মানববন্ধন মুহুর্তেই পরিনত হয়, জনসমাবেশে।

আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও শহরের ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। শহরের পুরনো বাসষ্ট্যান্ড থেকে পার-নওগাঁ তাজের মোড় পর্যন্ত এই মানববন্ধনের মাইক টানানো হয়। বক্তাগন মেলায় লটারী জুয়া পরিচালনার জন্য নওগাঁর জেলা প্রশাসককে দায়ী করেন।

তারা বলেন, জেলা প্রশাসক মুখে ধর্মের কথা বললেও মোটা অংকের টাকা নিয়ে লটারীর নামে এই জুয়ার অনুমতি দিয়েছেন। এই লটারীর টিকিট বিক্রির জন্য প্রতিদিন অন্তত ২ শতাধিক সিএনজি ও চার্জার জেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী বগুড়া ও জয়পুরহাট জেলায় হরেক রকম পুরস্কারের কথা বলে সহজ-সরল মানুষ বিশেষ করে নারী ও শিশুদের লোভাতুর করে তুলছে। বে-আইনীভাবে এই লটারীর নামে জুয়া খেলা সরাসরি ডিস লাইনে সম্প্রচার করে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি করছে। এই পুরস্কারের লোভে লাখ লাখ মানুষ প্রতিদিন সর্বশ্বান্ত হচ্ছে। গত ১৮ ডিসেম্বর এব্যাপারে ডিসিকে স্মারকলিপি দিলেও তিনি কোন পদক্ষেপ গ্রহন করেননি।

শহরের ব্রিজের মোড়ে স্বাধীনতা ভাস্কর্যের সামনে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বের মেলায় স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজি জিয়াউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ জামেদ আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শহীদুজ্জামান মিলন, এবিএম রফিকুল ইসলাম প্রমুখ।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test