E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পৌরসভা-ইউপিতে নৌকার বিজয়

২০১৭ ডিসেম্বর ২৯ ১৬:০০:৪১
দিনাজপুরে পৌরসভা-ইউপিতে নৌকার বিজয়

শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রথম বারের মতো দিনাজপুরের বিরল পৌরসভা ও বিরল উপজেলার রাজারামপুর ইউপি’তে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থীরা। মাত্র ১২ ভোটের ব্যবধানে বিরল পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। সবুজার সিদ্দিকী সাগর। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪’শ ৩৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আজাদ মনি বরশি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪’শ২১ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিরল পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান ভুটু জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫’শ ৮৫ ভোট ও ধানের শীর্ষ প্রতীকে বিএনপি’র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৫’শ ৭৪ ভোট।

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুরের বিরল পৌরসভায় প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে কোনও প্রকার বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। ২০১১ সালে এই পৌরসভা গঠিত হলেও সীমানা জটিলতার কারণে এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিরল পৌরসভায় প্রথমবারের এই নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৮ হাজার ৯১৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৫৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুকুল চন্দ্র রায় ৪ হাজার ৩’শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৩ হাজার ২২ ভোট।

(এসএএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test