E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেয়ারম্যানের ছেলেদের মারপিটে স্ত্রীসহ আহত ইউপি সদস্য

২০১৭ ডিসেম্বর ২৯ ১৮:৪৪:৪৮
চেয়ারম্যানের ছেলেদের মারপিটে স্ত্রীসহ আহত ইউপি সদস্য

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউপি চেয়ারম্যানের তিন ছেলের মারপিটে এক ইউপি সদস্য (মেম্বার)সহ তার স্ত্রী আহত হয়েছেন।

আহত ইউপি সদস্য (মেম্বার) মোকছেদুল ইসলাম (৩৬) উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও লালপুর গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

আহত ইউপি সদস্য মোকছেদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকাল ৯টায় লালপুর এলাকার নদীতে বালু পয়েন্ট সৃষ্টির মাধ্যমে ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেন।

এরই জের ধরে বিকেল ৩টায় লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেয়ারম্যানের তিন ছেলে মতিবুল ইসলাম (৩৬), শামীম হোসেন (২৯) ও সজল হোসেন (২৭) তাকে ঘিরে ধরে লাঠিসোটা দিয়ে আকস্মিকভাবে মারপিট করে পকেটে থাকা ৩০হাজার টাকাসহ তার ব্যক্তিগত ব্যাংক একান্টের একটি ফাঁকা চেকের পাতা ছিনিয়ে নেয়। এ সময় তাকে রক্ষা করতে তার স্ত্রী নাজমা বেগম (২৮) এগিয়ে এলে তাকেও মারপিট করে গানের ঝুমকা ছিনিয়ে নেয়। তাদের ভয়ে তাকে রক্ষা করতে কোন পুরুষ মানুষ এগিয়ে আসেনি। পরে এলাকার বৃদ্ধা রোস্তমা বেগম (৫০), মনোয়ারা বেগম (২০) ও মিলা বেগম (২২)সহ গ্রামের অন্য নারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানানো হয়েছে। ইতোপূর্বে ৭/৮মাস আগেও রাতে তার বাড়ির সামনে থেকে চেয়ারম্যানের লোকজন তাকে তুলে নিয়ে গিয়ে মারপিটসহ শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে পুড়ে দেয়। যার ক্ষত এখনও শরীরে বহন করতে হচ্ছে। চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই মূলত তাকে বারবার মারপিট করা হচ্ছে।

আহত ইউপি সদস্য মোকছেদুল ইসলামকে উদ্ধারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা বৃদ্ধা রোস্তমা বেগম (৫০), মনোয়ারা বেগম (২০) ও মিলা বেগম (২২) বলেন, চোখের সামনে চেয়ারম্যানের ছেলেরা যেভাবে মারপিট করেছে সেটা কোন মানুষ করতে পারে না। চেয়ারম্যান হচ্ছে নামের মাত্র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে তার তিন ছেলে। এদের বিচার ও শাস্তি হওয়া প্রয়োজন।

ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডলের সাথে তার মুঠোফোন ০১৭৩৭ ৩৬৭৬২৫ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। ফলে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত মেম্বার মোকছেদুলকে লিখিতভাবে অভিযোগ করার জন্য বলা হয়েছে। তবে মৌখিকভাবে অভিযোগ দিলেও এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী মুঠোফোনে বলেন, আহত মোকছেদুল মেম্বারের কাছে বিষয়টি জানতে পেরে বিষয়টি সম্পর্কে এবং কেন ইউপি চেয়ারম্যানের ছেলেরা মেম্বারকে মারপিট করেছে তার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডলকে বলা হয়েছে। তবে মারপিটকারিদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

(এসিজি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test