E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাকা নিয়ে পাঠ্য পুস্তক বিতরণ

ইউএনও’কে ব্যবস্থা নিতে এমপি’র কঠোর নির্দেশ

২০১৮ জানুয়ারি ০৫ ১৬:০৭:৫৭
ইউএনও’কে ব্যবস্থা নিতে এমপি’র কঠোর নির্দেশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘টাকা ছাড়া মিলছে না বিনা মূল্যের পাঠ্য পুস্তক!’ সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সরকারের ‘বিনা মূল্যের বই’ টাকার বিনিময়ে বিতরণ করা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। টাকা ছাড়া বই না পাওয়ার ঘটনায় অভিভাবকরা লিখিত অভিযোগ করছেন ইউনও’র দপ্তরে। স্থানীয় অভিভাবকরা ঘটনার সত্যতা স্বীকার করলেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে নিশ্চুপ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অভিযুকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউএনও’কে নির্দেশ দিলেন এমপি আবুল হাসানাত আবদুল্লাহ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর আত্ম রক্ষার্থে জরুরী বৈঠক করেছেন পয়সা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।

বৃহস্পতিবার সকালে পয়সা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজে ডাকা জরুরী বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে পত্রিকায় নাম প্রকাশিত শিক্ষার্থীসহ একাধিক অভিভাবক বই উৎসবের দিন টাকা দিতে না পারায় তাদের বাচ্চাদের খালিহাতে বাড়ি ফিরতে হয়েছে বলে সভায় জানায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই বৈঠকে উপস্থিত থাকা একাধিক অভিভাবক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্যরাও। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়া, সাবেক সদস্য ফিরোজ সিকদার, ইলিয়াস কাঞ্চন, মান্নান মিয়া, জয়নাল শেখ, ইউসুফ সিকদার, নজরুল সিকদার, এমদাদুল বক্তিয়ার, আব্বাস শেখসহ স্থানীয় শুশীল সমাজের প্রতিনিধিরাও। দীর্ঘদিন কার্যকর কমিটি না তাকার সুযোগে নতুন বই জিম্মি করে টাকা নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দু’একজন ব্যতীত উপস্থিত সবাই। অভিভাবকদের তোপের মুখে পরেন অধ্যক্ষ মিজানুর রহমান। অবশেষে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান অধ্যক্ষ মিজানুর রহমান।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহম্মেদ রাসেলকে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করা ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেছেন।

অন্যদিকে শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থিতিতে বই উৎসবের দিন উপজেলা সদরে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে টাকা ছাড়া বই না পাওয়া অভিযোগকারী অভিভাবক খোকন সমদ্দারকে স্কুলে ডেকে নিয়ে লিখিত রেখেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, বই’র জন্য নয়, স্কুলের ধার্যকৃত অন্যান্য খাতের টাকা চাওয়া হয়েছিল তার মেয়ের স্মৃতির কাছে। এভাবেই খোকনের কাছ থেকে লিখিত রেখে অভিযোগ থেকে নিজেদের বাচানোর চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ।

বই উৎসবের দিন ৫শ টাকা না দেয়ায় বই দেয়া হয়নি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মিম আক্তারকে। পরবর্তিতে ৫শ টাকা দেয়ার পরে বই দেয়া হয় মীমকে। এই ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. আনিচ সরদার ৪জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে সরকারের মহতী উদ্যোগের সুনাম অক্ষুন্ন রেখে দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।

রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার বলেন, বই বিতরণের দিন কোন টাকা নেয়া যাবেনা মর্মে পূর্বেই রেজুলেশন করা হয়েছিল। তা ভঙ্গ করে কেউ টাকা নিয়ে থাকলে তাকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল এ প্রতিনিধিকে জানান, তিনি কয়েকটি অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছেন।

সরকারের মহতী উদ্যোগ ভেস্তে দেয়ার প্রয়াসে নতুন বই জিম্মি করে ‘বই উৎসবের’ দিন টাকা নেয়ায় অভিযুক্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

(টিবি/এসপি/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test