E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণতন্ত্র রক্ষা দিবস

বরিশালে আ’লীগের দখলে রাজপথ, অবরুদ্ধ বিএনপি যুগ্ম মহাসচিব

২০১৮ জানুয়ারি ০৫ ১৭:৪৫:১৭
বরিশালে আ’লীগের দখলে রাজপথ, অবরুদ্ধ বিএনপি যুগ্ম মহাসচিব

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গণতন্ত্র রক্ষা ও বিজয় উপলক্ষে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলার রাজপথ শুক্রবার ভোর থেকে দিনভর ছিলো আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে।

অপরদিকে গণতন্ত্র হত্যা ও কালো দিবস পালন উপলক্ষে নগরীসহ জেলার দু’একটি জায়গায় কয়েকটি চোরা গুপ্ত মিছিল ছাড়া কিছুই পারেনি বিএনপি। বিএনপি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, পুলিশ সকাল থেকে তার নগরীর পশ্চিম কাউনিয়ার বাস ভবনে সামনে অবস্থান করে তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে তার (সরোয়ার) বক্তব্যের দ্বিমত প্রকাশ করে বলা হয়েছে, সরোয়ারকে অবরুদ্ধ করে রাখা হয়নি, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ তার বাসার কাছে অবস্থান নিয়েছে। সূত্রমতে, সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মঞ্চ বানিয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সমাবেশ করেছেন।

মহানগর ছাত্রলীগ নেতা রইস আহমেদ মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সেদিন বিএনপি ও জামায়াত জোটের নৈরাজ্যের হাত থেকে দেশের গণতন্ত্র রক্ষার মাধ্যমে গণতন্ত্রের বিজয় করেছেন।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার বাংলাদেশে বিএনপি ও জামায়াতের জোটকে নৈরাজ্য করতে দেয়া হবেনা। তাই জেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণাঞ্চলের আওয়ামীলীগের কর্ণধর আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশে নেতাকর্মীরা সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য রাজপথে নেমেছেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আনিসুর রহমান, মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এর পূর্বে সকালে আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, এ্যাডভোকেট আব্দুর রশিদ খান, এ্যাডভোকেট মজিবর রহমান, এ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসুদ বাবলু, সৈয়দ আনিস, মাহাবুব উদ্দিন আহমেদ প্রমুখ।

দিনব্যাপী আওয়ামীলীগের কর্মসূচীকে ঘিরে নগরীরসহ জেলার গুরুতপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামীলীগের মিছিল ছাড়া নগরীতে প্রকাশ্যে অন্য কোন দলের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়নি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভোরে মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদরঘাট ও কসাইখানা এলাকায় মহানগর বিএনপি সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর রুপাতলী এলাকায় ঝটিকা কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইদিন বিকেলে জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে গণতন্ত্র বিজয় উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর বাইরে জেলার আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন, গৌরনদীতে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, মুলাদীতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামীলীগের সম্ভ্রাব্য প্রার্থী মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে দিনভর নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন। ফলে ওইসব এলাকার রাজপথে বিএনপির নেতাকর্মীদের কোন মিছিল কিংবা সমাবেশ করতে দেখা যায়নি।

(টিবি/এসপি/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test