E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইন শৃঙ্খলা সভায় ক্ষোভ

সিরাজদিখানে কোটি টাকার রাস্তা নষ্ট করছে মাহেন্দ্র

২০১৮ জানুয়ারি ০৮ ১৬:২৪:৫৭
সিরাজদিখানে কোটি টাকার রাস্তা নষ্ট করছে মাহেন্দ্র

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখানে কোটি কোটি টাকা ব্যায়ে তৈরী পিচ ঢালাই রাস্তা গুলো মাহেন্দ্র নামের গাড়ি গুলো চলাচল করে নষ্ট করে ফেলছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা আইন শৃঙ্খলা সভায় বক্তারা। 

এছাড়া ফসলী জমির মাটি কেটে ইট ভাটায়, মাদক, সন্ত্রাস, ছিনতাই, অটোবাইকের দৌরাত্ব ও যানজট নিরসনে ব্যাপক আলোচনা হয়।

সোমবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির, চেরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান থানা ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক,বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হাদী, শেখরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বযরাগাদি ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী শোয়ায়েব বিন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলীসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test