E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপা-রাঙ্গাবালীতে প্রকল্প উদ্বোধনে আসছেন সচিব মালেক 

২০১৮ জানুয়ারি ১০ ১৯:১৭:১৯
গলাচিপা-রাঙ্গাবালীতে প্রকল্প উদ্বোধনে আসছেন সচিব মালেক 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ের নতুন প্রকল্প শুক্রবার পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করবেন ও বিকালে গলাচিপা পৌরসভায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্ক সরকার জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে নতুন একটি প্রকল্পের জন্য চুক্তি সম্পাদন করেছেন। ওই প্রকল্পে এ উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের অধীনে হাইসাওয়া নামের একটি প্রতিষ্ঠান।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. মো: মাছুমুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান (মোহন), পটুয়াখালী পৌরসভা মেয়র ডা: মো: শফিকুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাউফল পৌরসভা মেয়র জিয়াউল হক ও গলাচিপা পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন।

এছাড়া ওইদিন সচিব আবদুল মালেক অসহায় ও ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি বরাদ্দের ঢেউটিন বিতরণ, এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা, সুধীদের সঙ্গে মতবিনিময়, রাঙ্গাবালী সদর ইউনিয়নের অর্থায়নে ছাত্র-ছাত্রীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ এবং সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এ ব্যাপারে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, শুক্রবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন। তার আগমনের খবর শুনে পৌরবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

(এসডি/এসপি/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test