E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় উন্নয়ন মেলা শুরু 

২০১৮ জানুয়ারি ১১ ১৪:৪৮:৩৯
আগৈলঝাড়ায় উন্নয়ন মেলা শুরু 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মুল মন্ত্র’ এই শ্লোগানকে ধারণ করে ২০২১ সালের মধ্যে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ” এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে বর্তমান সরকারের ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের বিভিন্ন উন্নয়ন ও জাতীয় ও আন্তর্জাতিক অর্জন জনগনের সামনে তুলে ধরতে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে তিন দিন ব্যাপি শুরু হওয়া উন্নয়ন মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগনের সমন্বয়ে উপজেলা পরিষদ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনাসভায় আগত দর্শনার্থী ও জিজ্ঞাসুদের উদ্যেশ্যে মেলার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলার সভাপতি আশ্রাফ আহম্মেদ রাসেল।

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকারের ১০টি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে- ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ বিনির্মান, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ সরবরাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ’ বিষয়ে সরকারি সংস্থাগুলোর সেবাসমূহ মেলাস্থল থেকে সরাসরি প্রদান করা হবে।

এছাড়াও উন্নয়ন মেলায় সরকারের উন্নয়নের অন্যতম অশিংদার এলজিইডি, অর্থ মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল কেন্দ্রিয় কারাগার, সমাজসেবা অধিদপ্তরের সেবাসহ সরকারের সেবাদানকারী ১৭টি গুরুত্বপূর্ন দপ্তর, আইসিটি কর্নার, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ৩২টি স্টল বসেছে। এসকল স্টল থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম মেলায় আগতদের সামনে তুলে ধরা হবে।

উন্নয়ন মেলায় আলোচনা সভা, চিত্রাংকন-রচনা-কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবার রক্তচাপ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ করা হবে বলে জানান আয়োজক কমিটি।

(টিবি/এসপি/জানুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test