E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকবিরোধী শপথ নিলেন গাইবান্ধার দুই শতাধিক শিক্ষার্থী

২০১৮ জানুয়ারি ১৮ ১৬:০০:৩৪
মাদকবিরোধী শপথ নিলেন গাইবান্ধার দুই শতাধিক শিক্ষার্থী

গাইবান্ধা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই শ্লোগানে মাদকদ্রব্যের কুফল তুলে ধরে গাইবান্ধা সরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থীকে মাদকদ্রব্য গ্রহণ না করার জন্য শপথ করানো হয়।

বুধবার দুপুরে কলেজের হলরুমে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ এই শপথবাক্য পাঠ করান।

এসময় শিক্ষার্থীদের মাদকদ্রব্যের কুফল সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. রাকিবুল হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক রবীন্দ্র চক্রবর্তী ও বাসসের জেলা প্রতিনিধি সরকার মো. শহীদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়া মাদকদ্রব্যের ব্যবহাররোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে সজাগ হওয়ার আহবান জানান তারা।

(এসআইআর/এসপি/জানুয়ারি ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test