E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে গণশিক্ষা মন্ত্রীর গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি

২০১৮ জানুয়ারি ২৬ ১৬:৫৭:৩৯
ফুলবাড়ীতে গণশিক্ষা মন্ত্রীর গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের (ব্রাক অফিসে সংলগ্ন) উপজেলার চামরাগুদা (ফকিরপাড়া) এলাকার গরুর খামারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতদল খামারের কেয়ারকেটকারকে বেঁধে রেখে ট্রাক লাগিয়ে ১৫লাখ টাকা মূল্যের ১০টি বিদেশি গাভী লুট করে নিয়ে গেছে। ঘটনার রাতে মন্ত্রী ফুলবাড়ি শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল শুক্রবার সকালে গণশিক্ষা মন্ত্রীর খামারবাড়ি ডাকাতির ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খামারের কেয়ারটেকার লোকমান আলী (২৬) বলেন, বৃহস্পতিবার রাতে খামারের ২৪টি গাভীকে খাবার দিয়ে শুয়ে খামার ঘরেই শুয়ে পড়েন। রাত আনুমানিক দু’টায় ৪জন ডাকাত খামারঘরে দেশি অস্ত্র দেখিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পাসহ মুখ বেঁধে মেঝেতে ফেলে রেখে খামারের ১০টি বিদেশি গাভী ট্রাকে তুলে লুট করে নিয়ে যায়। ১২ থেকে ১৫জনের ডাকাতদল অন্তত ১ঘন্টা অবস্থান করে খামারের গাভীগুলো ট্রাকে ভরে নিয়ে গেছে।

লুট হওয়া ১০টি গাভীর আনুমানিক মূল্য ১৫লাখ টাকা। ডাকাতদল খামারের প্রধান ফটকের তালা ভেঙ্গে ট্রাক নিয়ে গাভীগুলো লুট করে নিয়ে গেছে। ডাকাতদল চলে যাওয়ার পর লোকমান আলী খামারের অপর কর্মচারি মো. ইমরানকে ডেকে তোলে ঘটনাটি জানান। পরে রাত সাড়ে ৩টায় ইমরান তার মোবাইল ফোনে ফুলবাড়ীর বাসায় অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ থানার এসআই মিন্টু দাসকে খামার ডাকাতির ঘটনা জানান।

পরে মন্ত্রী রাত আনুমানিক ৪টায় খামারে এসে ডাকাতির বিষয়টি প্রত্যক্ষ করে বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলমকে জানান। ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

খামারবাড়ির ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করতে এসে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. এনামুল হক বলেন, মহাসড়কের ব্যস্ততম এলাকার মন্ত্রীর খামারবাড়ি যদি এভাবে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে তবে গ্রামাঞ্চলে ডাকাতরা কি করতে পারে। এটি এখন সকলের আতঙ্কের বিষয় হয়ে গেছে।

খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল বলেন, মন্ত্রীর বাড়ি যদি নিরাপদ না হয়। তাহালে সাধারণ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, মন্ত্রীর খামারবাড়িতে গাভী ডাকাতির ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। গাভী ডাকাতদলকে আটকের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪জানুয়ারি (রবিবার) দিবাগত রাতে উপজেলার এলুয়ারি ইউনিয়নের নবগ্রামে মিজানুর রহমান মন্ডলের বাড়ি থেকে নছিমন লাগিয়ে একই কায়দায় ১০টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল।

(এসিজি/এসপি/জানুয়ারি ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test