E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইক্ষু খামারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ 

২০১৮ জানুয়ারি ২৭ ১৮:০২:৫৩
ইক্ষু খামারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে ইপিজেড নির্মাণের নামে জমি বেদখলের অপচেষ্টার প্রতিবাদে আজ শনিবার সকালে মহিমাগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা । 

রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চিনি উৎপাদন কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়।

গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক সম্পূর্ণরূপে চালু সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি পতিত দেখিয়ে সেখানে ইপিজেড নির্মাণের দাবীতে শহরে মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে ।

সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি বেদখলের অপচেষ্টার প্রতিবাদে চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গণে সকাল ৮টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন আকন্দ, মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল হুদা, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু প্রমূখ। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল চিনিকল এলাকা প্রদক্ষিণ করে।

(এসআরডি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test