E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ দিনেও হদিস মেলেনি মন্ত্রীর ডাকাতি হওয়া ১০ গরুর 

২০১৮ জানুয়ারি ২৮ ১৪:৫২:৪৮
৩ দিনেও হদিস মেলেনি মন্ত্রীর ডাকাতি হওয়া ১০ গরুর 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : চুরি নয়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র গরু ডাকাতি হয়েছে। তার দিনাজপুরের ফুলবাড়ীস্থ খামার বাড়ী থেকে অস্ত্র ঠেকিয়ে  লুট করে নিয়ে ১০টি গরু’র লুট করে নিয়ে গেছে। ঘটনার ৩দিন পরও হদিস মিলেনি এখনো ডাকাতি হয়ে যাওয়া গরু’র। মামলা হলেও মন্ত্রীর গরু লুটেরা ডাকাত দলের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে বলে  পুলিশ জানিয়েছে। থানায় গরু ডাকাতির মামলা হলেও পুলিশ বলছে,এটা ডাকাতি নয়, দূর্ধর্ষ চুরি।

প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র খামার বাড়ী থেকে অস্ত্র ঠেকিয়ে ১০টি গরু লুটের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া এলাকার। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মাহাসড়কের পাশে অবস্থিত এ খামারটি। খামার বাড়ী’র পাহারাদার ও খামার পরিচর্জাকারীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের বেধেঁ রেখে ডাকাত দল ১০টি গরু লুট করে নিয়ে যায়। ১০টি গরুর মূল্য প্রায় ২০ লাখ টাকা।

খামার দেখা শুনা করতেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে কেয়ারটেকার মোঃ লোকমান হোসেন (৩৫)।

তিনি জানান, আমাকে হত্যার ভয় দেখিয়ে মুখ ও পা বেঁধে ফেলে। আমি বলি আমাকে ভাই হত্যা করিও না। যা আছে নিয়ে যাও। ২৬ জানুয়ারি দিবাগত রাত ৩টায় ডাকাতেরা মন্ত্রী’র খামার থেকে ২০ লাখ টাকা মূল্যেও এই ১০টি বিদেশী গরু নিয়ে যায়।

এই ডাকাতির ঘটনায় খবর জানার পর ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম হাবিব শুক্রবার সকাল ১১টায় মন্ত্রীর খামার বাড়িতে গিয়ে ডাকাতির স্থান সরজমিনে পরিদর্শন করেন। এদিকে দিনাজপুরের ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও ইন্সপেক্টর মোঃ বজলুর রহমান মন্ত্রীর খামার বাড়ি পরিদর্শন করেন।

এ গরু ডাকাতির ঘটনায় কেয়ারটেকার মোঃ লোকমান হোসেন বাদি হয়ে ফুলবাড়ী থানায় শুক্রবার মামলা দায়ের করেছেন। লুট করে নিয়ে যাওয়া ১০টি গরু’র হদিস মিলেনি এখনো। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও মন্ত্রীর গরু লুটেরা ডাকাত দলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম হাবিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে ।এই ঘটনার সাথে জড়িতদের ধরেতে অভিযান চলছে।তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তবে এটা ডাকাতি নয়,দূর্ধরর্ষ চুরি বলে জানান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম হাবিব।
এদিকে এ ঘটনায় সাধারন মানুষের মাঝে অতংক বিরাজ করছে। তারা প্রশ্ন করে বলেন, একজন মন্ত্রীর বাড়ীতে এরকম ডাকাতির ঘটনা ঘটলে আমাদের সাধারন মানুষের নিরাপত্তা কে দিবে !

(এসএএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test