E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগের প্রচারণায় আ.লীগের হামলা, আহত ৯

২০১৮ জানুয়ারি ৩০ ১৮:০২:৫১
আ.লীগের প্রচারণায় আ.লীগের হামলা, আহত ৯

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নওশের আলী তার লোকজনসহ আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এসময় আওয়ামী লীগের আরেক গ্রুপের লোকজন ৭/৮টি মোটরসাইকেল যোগে দলীয় প্রচার কাজে কালিকাপুর ইউনিয়নের তারানগর নামক স্থানে পৌঁছলে দুই গ্রুপ মুখোমুখি হয়। এসময় বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের হামলায় ৯জন আহত হয়।

আহতরা হলো- রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন (২৮), ছাত্রলীগ নেতা হেবুল (২৫), আব্দুর রহিম (১৮), সোহাগ (১৭), জিল্লুর রহমান (২৬), রবিন (১৮), সেলিম (২৫), রাণীনগর যুবলীগ নেতা সবুজ (২৫) ও সাদিকুল ইসলাম (৩২)।

আহতদের মধ্যে সবুজ ও সাদিকুল আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ভাংচুরকৃত ৪টি মোটরসাইকেল ছিল যা থানায় নিয়ে এসেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসান ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।

(বিএম/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test