E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শিলা!

২০১৮ ফেব্রুয়ারি ০২ ১৫:১৬:৪৫
এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শিলা!

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে প্রথম পরীক্ষায় মা হলেন পরীক্ষার্থী শিলা আক্তার।

পরিবার সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মোঃ মামুন এর সাথে এক বছর আগে বিয়ে হয় শিলা’র। গর্ভবতী অবস্থায় গত বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলার বি- সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন মাঝামাঝি সময়ে প্রসব বেদনা উঠলে শিলাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ভাবেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় শিলা আক্তার।

বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের ৭ নম্বর বেডে মা ও ছেলে দু’জনই সুস্থ্য আছেন বলে চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান ।

এদিকে কেন্দ্র সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, পরীক্ষা শুরু’র কিছুক্ষন পরই ওই ছাত্রীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

(এসএএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test