E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের বিএনপির ১৪ নেতাকে ঢাকায় ডাকলেন খালেদা

২০১৮ ফেব্রুয়ারি ০২ ১৬:২১:০৮
বরিশালের বিএনপির ১৪ নেতাকে ঢাকায় ডাকলেন খালেদা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকে বৈঠকে যাচ্ছেন বরিশালের ১৪ নেতা। শনিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় বিএনপির সর্বোচ্চ কেন্দ্রীয় ফোরাম জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। ওই বৈঠকে অংশ নিতেই এসব নেতারা ঢাকার পৌঁছেছেন। আর এদের মধ্যে যারা ঢাকায় অবস্থান করছেন তারা সরাসরি নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেবেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বরিশালে থাকা দলীয় নেতারা শুক্রবার বিভিন্ন পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। খালেদা জিয়ার ডাকে বরিশালের নেতাদের ঢাকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলর অনুষ্ঠিত হয়। এর প্রায় সাড়ে চার মাস পরে গঠণ করা হয় ৫০২ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি। বিএনপির গঠণতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর এ নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা। কিন্তু বর্তমান কমিটি এই প্রথমবারের মতো আজ শনিবার বৈঠকে বসছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ অন্যান্য আসামিদের রায় প্রদানের দিন ধার্য করেছেন আদালত। এ রায়ে খালেদা জিয়ার সাজা হলে পরবর্তীতে কোন পথে এগোবে বিএনপি, তা পরামর্শ করতেই জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার সাজা হলে আন্দোলনের কর্মসূচি কি হবে, কিভাবে মাঠে সক্রিয় থাকতে হবে, এসব বিষয়েও বৈঠক থেকে সারাদেশের বিএনপি নেতাদের দেয়া হবে বিশেষ নির্দেশনা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আছেন বরিশালের ১২ নেতা। এরা হচ্ছেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। এছাড়া সদস্য পদে আছেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, ডাঃ শাহীন হাসান, আজিজুল হক আক্কাস।

অন্যদিকে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে আছেন সাবিউদ্দিন আহম্মেদ। তিনিও থাকবেন নির্বাহী কমিটির বৈঠকে। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে না থাকলেও পদাধিকার বলে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জিয়া উদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ওই বৈঠকে যোগ দেবেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার ডাকে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেয়ার জন্য আমরা ঢাকায় যাচ্ছি।

জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে সাজানো, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় ঘোষণার আগে দলের নির্বাহী কমিটির এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বৈঠক থেকে ভবিষ্যতের করণীয় নির্ধারণের পথ বেরিয়ে আসতে পারে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test