E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৮:১৮:৪৯
মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহরের তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৮ বুধবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার বিপিএম মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্ত্তী, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহানসহ সরকারি কর্মমর্তা ও জন প্রতিনিধিবৃন্দ।

মেলায় ই-সেবা, তাৎক্ষণিক সেবা, জেলা ব্যান্ডিং ষ্টল, জেলা পুলিশ অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা ভৃমি অফিস, ও তরুণ উদ্ভাবন ষ্টল, সরকারি কলেজ, মহিলা কলেজ ও পলিট্যাকনিক ষ্টলসহ ৫টি প্যাভিলিয়নে ৫৭টি ষ্টল স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধের গল্প ও বঙ্গবন্ধু সংক্রান্ত কুইজ প্রতিযোগিতাসহ ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test