E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে অঘোষিত হরতাল চলছে 

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১৮:১১:৩৯
ঠাকুরগাঁওয়ে অঘোষিত হরতাল চলছে 

ঠাকুরগাঁও প্রতিনিধি : কোন রাজনৈতিক দল হরতাল আহ্বান না করলেও জিয়া আরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় কে ঘিরে জনমনে বিরাজ করছে এক আতংক। বুধবার সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও শহরের মুল রাস্তা গুলোতে মানুষ চলাচল কমে যায়। 

বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল অস্বাভাবিক ভাবে কম, যা চোখে পড়ার মত। বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনগুলোকে মাঠে দেখা না গেলেও জনমানুষের মনে বিরাজ করছে চাপা ভয়।

এদিক গোটা শহর সহ গোটা জেলা রয়েছে পুলিশের নিরাপত্তা বলয়ে ঢাকা। খালেদা জিয়ার রায়কে ঘিরে কোন রকম নাশকতা এড়াতে সর্বচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙখলা বাহিনী।

জেলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালত খালেদা জিয়ার রায় ঘোষণা করলে স্কুল, কলেজগুলো দ্রুত ছুটি দিয়েছে বলে জানা গেছে।

অন্যান্য সময় সপ্তাহের শেষ দিন হওয়ায় শহরে বাড়তি চাপ থাকে অথচ রায়ের দিন অস্বাভাবিক ভাবে যান ও মানুষ চলাচল কম।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা দখল করে রাখে যুবলীগ ও ছাত্রলীগ। রাজনৈতিক মহল মনে করেন বিএনপির এমন দূর্দিনে নেতা-কর্মী মাঠে না থাকা রাজনৈতিক দেওলিয়াত্বের প্রমাণ। কিন্তু বিএনপির দাবি আন্দোলনের পাশাপাশি গ্রেফতার এড়াতে এটি একটি কৌশল।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test