E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুলাদীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৭:৩৪:০৭
মুলাদীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুলাদী উপজেলার সফিপুর গ্রামের ফজলুর রহমান মুন্সীর পুত্র ও হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ওয়াহেদুল ইসলাম ইমনকে আটকের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, শনিবার সকাল.পৌনে দশটার দিকে ইমনের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে এসএসসি পরীক্ষার উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে। এরপর থেকে সে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে তা ছড়িয়ে দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ মোবাইল ফোনসহ ইমনকে আটক করে

পরববর্তীতে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র হুবাহুব মিল থাকায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র পরিদর্শক মীর্জা মো. জাকির হোসেন ওইদিন রাতে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test