E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কয়েলের আগুনে পুড়লো বাস

২০১৪ জুলাই ০৬ ১৮:০০:৩১
কয়েলের আগুনে পুড়লো বাস

শেরপুর প্রতিনিধি : শেরপুরে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাস। রবিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের নবীনগর আন্ত:জেলা বাস স্ট্যান্ড সংলগ্ন খোরশেদ মিস্ত্রীর গ্যারেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বিভাগ সূত্রে জানা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা সার্ভিসের ‘ছায়াপথ পরিবহন’ নামের বাসটি নবীনগর আন্ত:জেলা বাস স্ট্যান্ড সংলগ্ন খোরশেদ মিস্ত্রীর গ্যারেজে কয়েকদিন ধরে রংয়ের কাজ করানো হচ্ছিল। রাতে বাসের ভেতর এক হেলাপার থাকতো। শনিবার রাতে একটি সীটের নীচে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ওই হেলপার ঘুমালে কয়েল থেকে বাসের ভেতর আগুন ধরে যায়।

রবিবার ভোরে সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে ওই হেলপার সারা গাড়ীর ভেতর আগুন জ্বলতে দেখে একটি জানালা দিয়ে লাফ দিয়ে সে আত্মরক্ষা করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দাও দাও করে বাসটি জ্বলতে দেখে। কিন্তু অয়েল ট্যাংকার ও ইঞ্জিন বিস্ফোরনের শংকায় কেউ আর বাসের আগুন নেভাতে সাহস করেনি। তাৎক্ষনিকভাবে ঘটনাটি শেরপুর সদর থানা ও দমকল অফিসে সংবাদ দেওয়া হয়। দমকল কর্মীরা আধঘণ্টা চেষ্টার পর বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ইতোমধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

বাসের মালিক সুমন তালুকদার জানান, বাসটি আগুনে যেভাবে পুড়েছে তাতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে বাসের ভেতর থাকা হেলপারের জ্বালানো কয়েলের আগুন থেকেই এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। তারপরও কিভাবে বাসটি আগুনে পুড়লো সেটি বিস্তারিত তদন্ত করে দেখা হবে।

(এইচবি/এটিআর/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test