E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় পরিবারটিকে সহায়তা করবে কে?

২০১৮ ফেব্রুয়ারি ১৮ ১৬:২০:২৮
অসহায় পরিবারটিকে সহায়তা করবে কে?

ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে গৃধারীপুর গ্রামের বেলেরঘাট রোডে মৃত খোদা বকস সরকার ছেলে বৃদ্ধা আব্দুল হাই (৭০)। তাহার পিতার গৃধারীপুর মৌজার জে এল নং ৭০ খতিয়ান নং সি এস ১৪০,আর এস ১৮৪ খতিয়ান পুরাতন ১৬২ দাগে, ডিপি খতিয়ান ২৭৩,বর্তমান খতিয়ান ৩৫৬০ এর সাড়ে ৭ শতক জায়গার মালিক। যাহার উত্তরে পাকা রাস্তা,পূর্ব দিকে আঃ হামিদের পাকাবাড়ী, পশ্চিমে রফিকুল ইসলামের আবাদি জমি ও দক্ষিণে হালিম সরকারের আবাদি জমি। এর উপরে বসবাসকারী আব্দুল হাই (৭০) এর স্ত্রী ও পুত্র নিয়ে তার বর্তমান সংসার।

দরিদ্র আব্দুল হাই (৭০) দীর্ঘ ২০ /২৫ বছর ধরে এ জমিতে ২ টি টিনের ভাঙ্গাচুরা ঘরে পরিবার পরিজন প্রতিবেশীদের সাথে বসবাস করছেন। সে বসতবাড়ী বিভিন্ন প্রজাতির গাছ, টিউবওয়েল, পায়খানা, হাস মুরগী পালনে ছোট ছোট দুটি মরগীর ঘর। নিজেদের আছে ভাঙ্গা ঘর। তার এ দুংখ কষ্ঠের মাঝে গত বছরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে জমি আছে বাড়ী নেই কর্মসূচীতে আব্দুল হাই (৭০) তালিকা ভুক্ত হলে। এ ঘর নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করতে আগের পুরানো টিনের ঘর দুটি ভেঙ্গে ২ টিনের ছাপড়া ঘর নির্মাণ করে দিনাতিপাত করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এর ঘর নিমার্ণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে কার্যক্রম শুরু প্রস্তুতি কল্পে ছামসুল হক গং মালিকানা দাবী করে মিথ্যা অভিযোগের ফলে ঘর নির্মাণ বন্ধ হয়ে যায়। সে হতে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এ জমি দখলের চেষ্টা করছে এখনো চালিয়ে যাচ্ছে ছামছুল হক গং।

ছামছুল হক গং এর দখলের আক্রোশ শুরুর পর হতে দরিদ্র পরিবারটির জীপনযাপনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে । দরিদ্র এ পরিবারটি সব থাকলেও সে গুলো নেই এ ভাঙ্গা ঘর। খোলা আকাশের নিচে পড়ে থাকতে তাদের ব্যবহারকৃত আসবাপত্র নষ্ট হয়ে গেছে। বর্তমানে অতি কষ্টে জীবনযাপন করছে এ দরিদ্র বৃদ্ধা আব্দুল হাই (৭০) এর পরিবার।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test