E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ 

২০১৮ ফেব্রুয়ারি ২৭ ১৫:৩১:৫৩
গোবিন্দগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ 

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি কেজি স্কুলের ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে গত ৯ ফেব্রুয়ারি স্কুল করে কোচিং করানোর সময় একই স্কুলের সহকারী শিক্ষক টিপু সুলতান ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানী ঘটালে ওই শিক্ষার্থী চিৎকার ও কান্নাকাটি শুরু করে।

এসময় অন্য শিক্ষকরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। ওই শিক্ষার্থী তার পরিবারকেও বিষয়টি জানায় পরে শনিবার দিন ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে শাসিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নিতে তার মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের এ ঘটনায় উপজেলা সহকারি কর্মকর্তা ভূমি রাফিউল ইসলাম রাফি কে প্রধান করে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন আর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার রনওক জাহান সদস্য করে ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

অবিলম্বে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছে অভিভাবক ও এলাকাবাসী।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test