E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগানে ব্যস্ত পলাশবাড়ী আম চাষীরা

২০১৮ মার্চ ০৭ ১৭:০২:৪০
বাগানে ব্যস্ত পলাশবাড়ী আম চাষীরা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ। ফাল্গুনি হাওয়ায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল। শীতের শেষে আম গাছের কচি ডগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে হলদেটে মুকুলগুচ্ছ যেনো উঁকি দিয়ে হাসছে।

বাগানের সুনসান নীরবতা চিরে একটানা গান শোনাচ্ছে মৌমাছি। মুকুলের মৌ মৌ গন্ধে মৌমাছির গুনগুন শব্দে মুখরিত আম বাগান। যে গন্ধ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করে তুলেছে।

শহর কিংবা গ্রামে সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। কয়েক দিনের মধ্যে আমের মুকুল পরিণত হবে এক পরিপূর্ণ দানায়। আমের মুকুলে কৃষকের আগামীর স্বপ্ন দোল খাচ্ছে। সেই সোনালি স্বপ্নকে বুকে ধারণ করেই বাগান পরিচর্যায় ব্যস্ত চুয়াডাঙ্গার আম বাগান চাষীরা।
সরেজমিনে দেখা যায়,পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা জাতের আম। লাভজনক হওয়ায় প্রতিবছরই আম চাষের জমি বাড়ছে। উপজেলার আম বাগান বা ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা প্রায় প্রতিটি গাছেই কমবেশি মুকুল ধরেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা সূত্রে জানা গেছে, গত ২০১৬-১৭ অর্থবছরে উপজেলাতে ৫শত হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিলো। গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে বেশি আমের আবাদ হয়েছে। এ উপজেলাতে প্রধান প্রধান আমের আবাদ হচ্ছে, আম্রপালি, লেংড়া, ফজলি, হাড়িভাঙা, মল্লিকা, থাই, গোপালভোগ, বারি ১০, দেশী, বেনারসি সীতাভোগ ইত্যাদি জাতের আম চাষ হয়েছে। এর মধ্যে সিংহভাগই আম্রপালি।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান গ্রামের চাষী বদিয়া জানান, এ বছর আমার আম গাছে প্রচুর পরিমাণে মুকুল ধরেছে। এখন পর্যন্ত আমের মুকুলে কোনো রোগবালাই আক্রমণ করেনি। আবহাওয়াও ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে আশা করছেন, প্রতিটি আম গাছেই পর্যাপ্ত পরিমাণে আম ধরবে। গত বছর তার সাড়ে ৫ বিঘা জমিতে আমের বাগান ছিল।এ বছর ৫ বিঘা আমের বাগান আছে। এলাকাতে ফসলি চাষের জমি রেখে অনেকেই আম বাগান করেছে।

একই ইউনিয়নের হাসবাড়ী গ্রামের আম চাষি মানিক জানান, মূলত আমের ফলন ভাল পেতে হলে আমগাছের পরিচর্যা শুরু করতে হয় আম শেষ হওয়ার সাথে সাথে। যেমন- গাছের পুরাতন বোটা ভেঙে ফেলা। বাগানে চাষ ও সেচ দেয়া। পাতা পরিষ্কার রাখা। মুকুল আসার আগে এবং পরে স্প্রে করা হচ্ছে।

পলাশবাড়ী কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, জেলায় এ বছর আমের উৎপাদন ভালো হবে। কারণ এ বছর আমের মুকুল ধরার সময় প্রাকৃতিক কোনো দুর্যোগ এখন পর্যন্ত দেখা দেয়নি। এমনকি তেমন কোনো রোগবালাইও হয়নি। অন্যান্য বছরের তুলনায় বাড়তি সতর্কতাও আছে আমাদের। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আম চাষে সহজেই লাভবান হওয়া যায়। যার কারণে অনেকই এ পেশায় এগিয়ে আসছেন। বর্তমানে উপজেলাতে আবাদি জমিতে আমের চাষ (বাগান) করা হচ্ছে। আমের ভাল ফলন পেতে আমরা কৃষকদের বিভিন্ন সময়ে পরামর্শ দিচ্ছি। এ জন্য মাঠ পর্যায়ে আমাদের অফিসাররা কাজ করছেন।

(এসআইআর/এসপি/মার্চ ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test