E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাথমিকে শিক্ষক সংকটে পাঠদান 

আগৈলঝাড়ায় ৯৫ স্কুলের ৪৫টিতেই নেই প্রধান শিক্ষক

২০১৮ মার্চ ০৯ ১৬:৩৮:৫৩
আগৈলঝাড়ায় ৯৫ স্কুলের ৪৫টিতেই নেই প্রধান শিক্ষক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ৯৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৫জন প্রধান শিক্ষকসহ দেড় শতাধিক সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় কোমলমতি শিশুদের পাঠদান দারুনভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটে ওই সকল বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজকর্মও ঝিমিয়ে পড়েছে। শিক্ষক শূন্য ওই বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষক পাওয়া প্রত্যাশায় উপজেলা শিক্ষা অফিসে দিনের পর দিন ধর্না দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৯৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫টি বিদ্যালয়েই দীর্ঘ কয়েক বছর যাবত প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়াও সহকারী শিক্ষকের দেড় শতাধিক পদও রয়েছে শূন্য। শিক্ষক সংকটের কারনে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়ে আসছে। একাধিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের জায়গায় ৩জন শিক্ষক ক্লাশ করাচ্ছেন।

শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হবার পাশাপাশি প্রশাসনিক কাজও ঝিমিয়ে পড়েছে। শিক্ষক সংকটের বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষক পাওয়ার আশায় উপজেলা শিক্ষা অফিসে ধর্ণা দিয়ে যাচ্ছেন।

এদিকে উপজেলার ৯৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম পিওনের ৪৭টি পদও দীর্ঘ দিন যাবত শূন্য রয়েছে। শূন্য পদে নিয়োগ না দেয়ায় ওই সকল বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতার অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পাঠদান করাতে হচ্ছে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে বলেন, তারা শিক্ষক পাবার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দিয়ে আসছেন। সরকার শিক্ষক নিয়োগ দিলেই শিক্ষক সংকট সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

(টিবি/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test