E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিযুক্তর বিরুদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্থা

শ্লীলতাহানীর শিকার শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিস্কার

২০১৮ মার্চ ০৯ ১৬:৪৫:১০
শ্লীলতাহানীর শিকার শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিস্কার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় শ্লীলতাহানীর শিকার হওয়া স্কুল ছাত্রীকে শালিশ বৈঠকের মাধ্যমে হোস্টেল থেকে তাড়িয়ে দিলেও অভিযুক্ত ছাত্রর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থী ও অভিভাবককদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় একাধিক বিস্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার থেকে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়ানুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী দিন বুধবার বিকেলে স্থানীয় প্রভাবশালী ঝন্টু বালার ভাগ্নে ও জুরান বেপারীর ছেলে কলেজ ছাত্র আকাশ বেপারী বার্ষিক ক্রিড়ানুষ্ঠান দেখতে এসে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও উজিপুরের পটিবাড়ি গ্রামের লক্ষণ হালদারের মেয়ে লিপিকা হালদারকে ক্রিড়ানুষ্ঠান থেকে ডেকে আনে। আকাশ কথা আছে বলে লিপিকাকে নিয়ে বিদ্যালয়ে চিলে কোঠায় রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে শ্লীলতাহানী ঘটায়।

এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিকভাবে হোষ্টেল সুপার সুপ্রিয়া মালাকার, স্থানীয় ঝন্টু বালা, জগদীশ হালদার, দিলীপ হালদার, প্রকাশ বাড়ৈ, প্রণব বৈদ্য একটি প্রহসনের বৈঠকে বসে। বৈঠক থেকে প্রভাবশালী ঝন্টু বালা তার ভাগ্নে অভিযুক্ত আকাশকে শালিশ বৈঠক থেকে নিয়ে চলে যায়।

বৈঠকে অভিযুক্ত আকাশের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক ডেকে তাদের কাছ থেকে লিখিত রেখে ছাত্রীকে হোস্টেল থেকে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব বৈদ্য সাংবাদিকদের জানান, তারা চিলে কোঠার রুমে বসে কথা বলছিল। সেখানে কোন অসামাজিক ঘটনা ঘটেনি। তবে কেন ছাত্রীকে হোষ্টেল থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, জানতে চাইলে তার কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

(টিবি/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test