E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে অচেতন অবস্থায় বিকাশ প্রতিনিধিকে উদ্ধার

২০১৮ মার্চ ০৯ ১৭:৩১:১৬
চাটমোহরে অচেতন অবস্থায় বিকাশ প্রতিনিধিকে উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর রেলষ্টেশন থেকে শুক্রবার ভোরে অচেতন অবস্থায় জাবেদ ইকবাল ডলার (৩৫) নামে এক বিকাশ বিক্রয় প্রতিনিধিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাবেদ ইকবাল ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর মহল্লার মৃত শাহাজাদা ইসলামের ছেলে ও ঈশ্বরদীর বিকাশ ডিলার মেসার্স কায়েস এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি। তিনি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

জাবেদ ইকবালের বরাত দিয়ে চাটমোহর রেলবাজার এলাকার মোবাইল ব্যবসায়ী মেহেদী হাসান সুজন জানান, গত বুধবার সকাল ১১টার দিকে দেবোত্তর বাজার থেকে কাজ শেষে সিএনজি অটোরকিশায় চেপে আটঘরিয়ার উদ্দেশ্যে আসছিলেন জাবেদ ইকবাল। কিছুদূর যাওয়ার পর সিএনজিতে বসা এক ব্যক্তি তার মুখে আচমকা রুমাল চেপে ধরলে তিনি জ্ঞান হারান।

এ সময় পাশেই এক মহিলা বসে ছিলেন। পরে জ্ঞান ফেরার পর দেখেন তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এরপর রাতের খাবার দেয়া হয়। সেই খাবার খাওয়ার পর জাবেদ ইকবাল আবারও জ্ঞান হারান।

শুক্রবার তাকে চাটমোহর রেলষ্টেশনের ওপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জাবেদ ইকবালের ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন খোয়া গেছে বলে জানান মেহেদী হাসান সুজন। আটঘরিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আটঘরিয়া থানার এএসআই আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

(এসএইচএম/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test