E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সোনার বাংলা মানে প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিত করা : ভূমিমন্ত্রী

২০১৮ মার্চ ০৯ ১৭:৩৩:৩৫
সোনার বাংলা মানে প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিত করা : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা মানে প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। পেটে যদি ভাত না থাকে, তাহলে কি সোনার বাংলা হয়?, পরনে যদি কাপড় না থাকে তাহলে কি সোনার বাংলা হয়? যদি এদেশের মানুষ অসুখে ধুকে ধুকে মরে, তবে কি সোনার বাংলা হয় ? 

শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরে খায়রুল অটো ফ্লাওয়ার মিলের উদ্বোধনকালে ভূমিমন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষকে মায়ের মমতা দিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত দেশের কাতারে অর্থাৎ সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

খায়রুল এ্যাগ্রোফুডের সত্ত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শিল্প, কলকারখানা প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহব্বান জানিয়ে আরো বলেন শিল্প কারখানা গড়ে তোলা হলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জিত হলে অর্থনৈতিক মুক্তি আসবে। আর তখনই এই দেশ সোনার বাংলায় রূপলাভ করবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, বিশিষ্ঠ শিল্পপতি ও ব্যবসায়ী ফারুক মঈন খান, আলহাজ্ব দেলোয়ার হোসেন, আলহাজ্ব শফিকুল ইসলাম খান, সাইদুল ইসলাম মান্না সরদার, তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, বকুল সরদার প্রমুখ।

(এসকেকে/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test