E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি আন্দোলনের নামে উন্নয়নের বাধা সৃষ্টি করছে’

২০১৮ মার্চ ০৯ ১৮:২৫:১৭
‘বিএনপি আন্দোলনের নামে উন্নয়নের বাধা সৃষ্টি করছে’

দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন চলমান এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করে। ২০০৮ এর নির্বাচনে আবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশের উন্নয়নে মনোনিবেশ করে। সরকার যখন উন্নয়ন কার্যক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সে সময় বিএনপি আন্দোলনের নামে তাতে বাধা সৃষ্টি করে। 

দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নে কাঠলিয়া, হাসুয়া ও সুন্দরবন গ্রামে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে ১৩৪ টি বাড়ীর বিদ্যুতায়নে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২নং রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর কুমার রায় ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ্ব মো. মাজেদুর রহমান খোকন। অনুষ্ঠানটির পরিচালনা করেন ২নং রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিযুষ রায়।

এর আগে বীরগঞ্জ ৮ মার্চ আন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে বীরগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ও উপজেলা প্রশাসন, ওয়াল্ড ভিশন, সার্প, আরডিআরএস, পল্লী শ্রী, ব্র্যাক, দীপশিকখা, কারিতাস এর সহযোগীতায় আলোচনা সভা ও ১১নং মরিচা ইউনিয়নে খামার খড়িকাদাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত স্বাধীন চন্দ্র রায় এর শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

(এন/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test