E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার : তারানা 

২০১৮ মার্চ ১০ ১৭:৪০:০৯
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার : তারানা 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালী বাড়ীতে অনুষ্ঠিত মহানাম যজ্ঞানুষ্ঠানে সমাপনি দিনে অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ধর্মান্ধ তারাই বিভিন্ন সময় জঙ্গিবাদের দিকে ঝুকছে। আর এ জঙ্গিবাদে বিএনপি মদত দিচ্ছে। আপনারা ভাল করেই জানেন, ২০১৪ সালে আন্দোলনের নাম করে বিএনপি অগ্নি-সন্ত্রাস করেছে। পাকিস্থানপন্থি এই রাজনৈতিক দল সব সময়ই অহিংস রাজনীতির নামে সহিংস রাজনীতি করে আসছে। যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদরদের লালন কারী এ রাজনৈতিক দলটির প্রতি সজাক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে তারা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করেছিল। কিন্তু আমাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহীনির কঠোর পদক্ষেপে তা করতে পারেনি। চেষ্টা করেছে আপনাদের উপর আঘাত করার আপনারা ভয় পাবেন না। কারণ আপনাদের পাশে আছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামিতে বঙ্গবন্ধুর স্বপ্নকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

শুক্রবার সারা দিন ব্যাপী উপজেলার বিভিন্ন কর্মকান্ডে অংশ নেন। এর আগে দুপুরে ৫নং ধুবড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। এছাড়া শুক্রবার রাতে উপজেলার সহবতপুরে এক নাঠ্যানুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে অংশ গ্রহন করেন।

এসময় তার সাথে আরো ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, নিজাম উদ্দিন, যুগ্ন সধারণ সম্পাদক আব্দুস সবুর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ, সরকারী কলেজের ভিপি আল মামুন প্রমূখ।

(আরএসআর/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test