E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, শ্বাশুড়ি- ননদ গ্রেফতার

২০১৮ মার্চ ১০ ১৮:০৮:০৫
বাগেরহাটে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, শ্বাশুড়ি- ননদ গ্রেফতার

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় অগ্নিদগ্ধ গৃহবধূ কমলা ওরফে নূরীর মৃত্যুর ঘটনায় পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে নিহতের শাশুড়ি তাসলিমা বেগম ও ননদ মাহমুদা বেগমকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে শরণখোলার উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে নিহত কমলা ওরফে নূরীকে তার বাবার বাড়িতে দাফন করা হয়েছে।

মামা মো. শাহ আলম হাওলাদার বাদি হয়ে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ৪ জনকে আসামী করে শুক্রবার রাতে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অগ্নিদগ্ধ গৃহবধূ কমলা ওরফে নূরী খুলনা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্বামী ও তার পরিবারের সদস্যরা কমলা ওরফে নূরী (২০) নামের ওই গৃহবধু গায়ে গত ৩ মার্চ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সমস্ত শরীর দগ্ধ হয়। ওইদিন তাকে শরণখোলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) বার্ণ ইউনিটে ভর্তির ৬দিন পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিহত কমলা শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের মৃত মোক্তার খলিফার মেয়ে। প্রেমের সম্পর্কের মাধ্যমে একবছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে আরমান নামের তিন মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

(এসএকে/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test