E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় দুইদিনের স্বাধীনতা বই মেলায় আড়াই লাখ টাকার বই বিক্রি

২০১৮ মার্চ ১০ ১৮:৩৮:০৯
কেন্দুয়ায় দুইদিনের স্বাধীনতা বই মেলায় আড়াই লাখ টাকার বই বিক্রি

নেত্রকোনা প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় প্রথম বারের মতো দুই দিনের স্বাধীনতা বই মেলায় আড়াই লাখ টাকার বই বিক্রি হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাণের বই মেলায় লেখক, ক্রেতা, বিক্রেতা সবাই খুশি। তারা আগামীদিনে এই মেলার সময়সীমা কমপক্ষে পাঁচ দিন করার দাবি জানাচ্ছেন। 

শুক্রবার রাত সাড়ে দশটায় উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন বাউল আলেয়া সরকারের গান পরিবেশনের মধ্য দিয়েই দুই দিনের বই মেলার সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। ওই দিন বই মেলা দেখতে আসেন, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী সহ অনেক নবীন প্রাবীন লেখক ও কবি সাহিত্যিকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে শুক্রবার সকালে সমাপনী সভায় উপস্থিত থেকে দুই দিনের বই মেলার আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি “মুক্তিযুদ্ধে কেন্দুয়া” গ্রন্থের রচয়িতা মো: নূরুল ইসলাম, নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক। প্রথম বারের মতো দুই দিনের স্বাধীনতা বই মেলা প্রসঙ্গে “অন্ধকারের মানুষ” গ্রন্থের রচয়িতা কেন্দুয়ার মহিলা কবি মাহাবুবা খান দিপান্বীতা জানান, এই বই মেলা আমাদের মনে বিশাল প্রেরণা যোগিয়েছে, বইও বিক্রি হয়েছে অনেক।

আমরা এই বই মেলার সময়সীমা বাড়ানোর দাবী জানাই আগামী দিনগুলোতে। এদিকে চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার রহমান জীবন জানান, ময়মনসিংহ গীতাকার সংগ্রাহক চন্দ্রকুমার দে, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, ড. জাফর ইকবাল, বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, মরমি বাউল সাধক জালাল উদ্দিন খাঁ, লোক কবি রওশন ইয়াজদানী, বাউল কবি দীন শরৎ, সিরাজ উদ্দিন কাশিমপুরি, নাট্য শিল্পী সুশীল বিশ্বাস, প্রখ্যাত চিত্রকর শশি মোহন হেষ সহ অনেক গুণীজনের জন্মস্থান এই কেন্দুয়ায় দুই দিনের স্বাধীণতা বই মেলা ছিল একটি প্রাণের উৎসব।

এ উৎসবকে ঘিরে নতুন প্রজন্মের লেখক পাঠক ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসম্ভব আগ্রহ ও প্রতিযোগীতা সৃষ্টি হয়েছে।

মেলায় হুমায়ুন আহম্মেদ বই কর্ণার স্টলের পরিচালক উৎপল দত্ত জানান, ৭টি স্টলে প্রায় আড়াই লাখ টাকার বই বিক্রি হয়েছে।

আমরা এখন থেকেই আগামী মেলার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, আসুন বই পড়ি, সুন্দর জীবন গড়ি বই মেলার এ স্লোগানকে কেন্দুয়ার সকলেই গ্রহণ করেছেন এ জন্য আমি কৃতজ্ঞ।

(এসবি/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test