E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

২০১৮ মার্চ ১১ ১৮:৩৩:৩৯
সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি, সাংসদ অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর মোমিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি মনোরঞ্জন মুখার্জী, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শফিকুদ্দৌলা সাগর,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন প্রমুখ।

সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ বলেন, প্রতি মাসে সভা হয়, ফলোআপ হয়না। বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে বিচারকদের সভায় পাওয়া যায় না। ফলে সন্ত্রাসীদের গ্রেফতার করলেও তাড়াতাড়ি জামিন পাওয়ায় তারা আরো উৎসাহিত হওয়ার বিষয়টি জানানো যায়না। মাধ্যম পিপি সাহেব থাকলেও তিনি সকল সময় আসেন না।

২০১৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৬ জন মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী মানুষকে হত্যার ঘটনায় মামলা, ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলাসহ গাছকাটা, গাড়ি পোড়ানো, বাড়ি পোড়ানো মামলাগুলোর সর্বশেষ পরিস্থিতি জানা দরকার। একসময় পুলিশকে প্রতিপক্ষ মনে করলেও বর্তমানে পুলিশের ভাবমুর্তি ফিরে আসছে। তবে মানুষের মধ্যে এত পুলিশ ভীতি যে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে না।

জঙ্গিবাদ ও মৌলবাদের অর্থদাতারা যদি প্রমাসনকে কিনে ফেলে, তাদের গাড়িতে চড়ে, প্রশাসন তাদের বাসায় যেয়ে খায় সেটা ভাল দেখায় না। কপোতাক্ষ খননের সঙ্গে টিএরএম এর আওতায় পড়া জমির মালিকরা অনেকেই ক্ষতিপূরণ পায়নি। কৃষকদের নায়েব, কানুনগো হয়রানি করছে। তালার গ্রামপুলিশ ও দফাদাররা সাত মাস বেতন পায় না।

তাদের বেতন ভাতা নিশ্চিত করতে হবে। ঠিকাদাররা বিদ্যুতের খুটি দেওয়ার নামে যে টাকা নিচ্ছে তা বন্ধ করতে হবে। মাদক ও জঙ্গিবাদত শেষ হবে না। এসব নিয়ন্ত্রণ করতে হবে। কপোতাক্ষ দু’তীরের মাটি ভাটায় কেটে নিয়ে যাচ্ছে তাই তাল গাছ রোপন বৃথা হয়ে যাচ্ছে। হাসপাতাল ও মেডিকেল কলেজের নাজুক অবস্থা দূর করতে হবে। মেলাল নামে জুয়া ও নগ্ন পুতুল নাচ বন্ধ করতে হবে। আগামি ২৬ মার্চের আগে কোর্ট চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ থেকে চারজনের নাম বাদ দিতে হবে।

সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, সদর হাসপাতালে ৫৫ জন বিনা বেতনে কাজ করে। তারা কোন দক্ষ লোক নয়। ভোমরা রোডে ১০টি গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার পরও তারা গাড়ি চালাতে পারছে না এটা বিআরটিএ কর্তৃপক্ষকে দেখতে হবে। ভুতুড়ে ও দেরীতে বিল দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কোর্ট চত্বরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক থেকে তিনজন অমুক্তিযোদ্ধার নাম মুছে ফেলতে হবে। নিরীহ মানুষ যাতে পুলিশের দারা হয়রানি না হয় তা দেখতে হবে। আগামি জুন মাসের আগে বাইপাস সড়ক নির্মাণ কাজ শেষ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ও পুলিশে দালাল থাকায় কনস্টেবল নিয়োগে পূর্ণাঙ্গ স্বচ্ছতা আসেনি। তবে সাধারণ মানুষের উপর নির্যাতন কমেছে। কোলকাতা খাল ও স্লুইজ গেট সংস্কার করতে হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যারা কাজ করবে তাদের পাকিস্তানে যেতে হবে। চোরাচালান ও মাদক পাচার বন্ধ করতে হবে। আশাশুনি থেকে ঘোলা রাস্তা সংস্কার করতে হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, শহরের মধ্যে কয়েকটি প্রিক্যাডেট স্কুল , ছফুরন্নেছা কলেজে চুরি ও গাভায় একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। প্রতিকার হচ্ছে না। বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত বই বাতিল করে প্রকাশক, লেখক ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টাক্সফোর্স কমিটিতে সরকার দলীয় লোক না থাকলে সম্পৃক্ত করতে হবে।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজন মোমিন বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও নারী-শিশু পাচার বন্ধ প্রতিরোধে টহল বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ বলেন, ছফুরন্নেছা কলেজ, মর্নিং সান প্রিক্যাডেট স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হলেও মামলা হয়নি। হয়েছে জিডি। জিডির একটি অংশে যা’ লেখা হয়েছে তা দূঃখজনক। বিগত সভায় পাঞ্জরী গাইড ও নোটবুকসহ কয়েকটি বইতে বঙ্গবন্ধুর নাম না থাকার বিষয়টি উপস্থাপিত হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

পৌরসভার প্যানেল মেয়র শফিক উদ দৌলা সাগর বলেন, বেওরাশিক কুকুর বেড়েছে। পথ চলতে ভয় হয়। বেওয়ারিশ লাশ দাফনের খরচ পৌরসভার পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। যথাসময়ে বিদ্যুৎ বিল ও ভুতুড়ে বিল বন্ধ করতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু বলেন, পল্লী মঙ্গল স্কুল এণ্ড কলেজে আন্তজার্তিক বৈষ্ণব সম্মেলন ও বর্তমানে হরিপুজা ও নামযজ্ঞে প্রশাসনের ভুমিকা প্রশংসনীয়। বিডিআর ক্যাম্পের সামনের রাস্তা ভাল করতে হবে। আগামি ২৫ মার্চ বিএনপি নেতা আলতাফ হত্যা মামলার বাদি আব্দুর রহমান যাতে সাক্ষী দেয় তার জন্য উদ্যোগ নিতে হবে।

পুজা উদযাপন পরিষদের মনোরঞ্জন মুখার্জী বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাদের জমি দখল, মন্দির ও শ্মশানের জায়গা দখলের ঘটনা বাড়ছে। দেবহাটার পারুলিয়ায় তপন বিশ্বাসের গুদাম ঘর ও জায়গা জবরদখলের চেষ্টাকারি এক সময়কার বিএনপির পৃষ্ঠপোষক নূর আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, গাইড বই বিক্রি বন্ধ করতে সবধরণের উদ্যোগ নেওয়া হবে। অনিয়ম ও দূর্ণীতির কারণে ইতিমধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। আলতাফ হত্যা মামলার বাদিকে আগামি ধার্য তারিখে সাক্ষ্য দেওয়ার জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন বলেন, প্রতি মাসের আলোচিত বিষয়গুলোর ফলোআপ পরবর্তী মাসে র ৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। তালার গ্রাম পুলিশদের বেতন প্রদানে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test