E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

২০১৮ মার্চ ১৭ ১৬:১২:২০
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর শহর বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সঞ্চালনায় “বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, মো. মোজাফ্ফর হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

শেষে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু দিবসের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এসিজি/এসপি/মার্চ ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test