E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

২০১৮ মার্চ ২২ ১৬:৪১:০৩
উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র স্বীকৃতি পাওয়ায় বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমূখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান সরকারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ কামরু।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, প্রকৌশলী মো. শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ইউপি চেয়ারম্যান মানিক রতর, প্রাথমিক শিক্ষক সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম প্রমুখ।

এতে উপজেলার সকল সরকারি দপ্তরসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

(এসিজি/এসপি/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test