E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে লোকালয়ে হনুমান

২০১৮ মার্চ ২৫ ১৮:৩৮:৩০
চাটমোহরে লোকালয়ে হনুমান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদ ও তার আশপাশের এলাকায় রোববার সকাল থেকে একটি গাছের ডাল, প্রাচীর, বাড়ির ছাদসহ নানা স্থানে অবস্থান নিয়েছে মুখপোড়া হনুমান।

উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি আম গাছের ডালে প্রথমে দু’একজন দেখতে পায় হনুমানটিকে।

কখনও গাছের ডালে আবার কখনও বিভিন্ন অফিসের ছাদে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। তাকে একনজর দেখতে বিভিন্ন দপ্তরে কাজে আসা উৎসুক মানুষ ভিড় জমায়।

সরেজমিনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে গিয়ে দেখা যায়, আদর করে অনেকে কলা খেতে দিচ্ছে। ছোট ছোট শিশু-কিশোররা দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানা অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে। কেউবা আবার ঢিল ছুড়ছে। আবার কেউবা মোবাইলে ছবি তুলছেন, কেইবা ভিডিও করছে। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে অথবা দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। এরপর জানাজানি হলে দ্রুত উৎসুক জনতা ভীড় করতে থাকে হনুমানটি দেখতার জন্য। এরপর হনুমানটি অবস্থান নেয় উপজেলা প্রাচীরসহ নানা স্থানে। এক নজর দেখতে নারী পুরুষ ও শিশুরা ভীড় করে দেখতে। কলাসহ নানা ফল হনুমানটিকে খেতে দিতে দেখা যায় অনেককে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সাথে কথা বলে হনুমানটিকে উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

(এসএইচএম/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test